তিন দশকের বৈষম্য নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহের বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষককে এমপিওভুক্তির দাবিতে ও ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করা হয়।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করে বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, কুমিল্লা জেলা।
কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। কর্মসূচিতে নানা দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে জেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
নূরে আলম খন্দকারের সভাপতিত্বে ও মীর মো. সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা উম্মে সালমা, সাবেক সভাপতি মো. রাশেদুল হক খান, সাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন ভূঁইয়া,দিদারুল আলম,মোসাম্মৎ শায়লা সুলতানা,মো. মিজানুর রহমান, মো. মামুনুর রশীদ, ইয়াসমিন ফেরদৌসী,মো. হান্নান মিয়া, সৈয়দ কাইজারুল ইসলাম মুহিতসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন- একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে একই কলেজের ইন্টার ও ডিগ্রি শিক্ষকরা সরকারি বেতন পাচ্ছেন। তাছাড়াও সদ্য জাতীয়করণকৃত কলেজগুলোতে অনার্স-মাস্টার্স কলেজগুলোর শিক্ষকগণও নন-ক্যাডার মর্যাদা পেয়েছেন। ডিগ্রি পর্যায়ে জনবল কাঠামোতে না থাকলেও তৃতীয় শিক্ষকগণ এবং বেসরকারি মাদরাসায় কামিল (মাস্টার্স) শ্রেণি স্তরের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও এমপিওভুক্ত হচ্ছেন। অথচ আমাদের প্রতি সম্পূর্ণ বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। বছরের পর বছর আমরা নিয়মিত দায়িত্ব পালন করলেও আমাদেরকে রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা দেয়া হয়নি। আমাদের ন্যায্য দাবি পূরণ না করা হবে চরম বৈষম্যমূলক আচরণ।
অবিলম্বে এ ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই।
ছবিঃ কুমিল্লা প্রেসক্লাবের সামনে বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন।
বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ওয়াইডাব্লিউসিএ...
Read more