
কুমিল্লার ওয়াইডাব্লিউসিএ গার্লস হাই স্কুলের ছাত্রীদের মধ্য দিয়ে এক প্রজন্মের চিন্তাশীলতা উজ্জ্বল হয়ে উঠল মঞ্চে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্কুলের বিতর্ক ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বিষয় ছিল—“Technology is a threat to individual privacy”। অর্থাৎ, প্রযুক্তি কি আমাদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকি সৃষ্টি করছে, নাকি এটি আধুনিক জীবনের অপরিহার্য আশীর্বাদ?
মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা দুই দলে ভাগ হয়ে প্রাণবন্ত তর্কে নিজেদের মতামত উপস্থাপন করল। একদল যুক্তি দিচ্ছিল প্রযুক্তি যতই উন্নত হোক, তা মানুষের ব্যক্তিগত জীবন হুমকির মুখে ফেলছে। অন্যদল বলছিল, প্রযুক্তি না থাকলে আজকের আধুনিক জীবন সম্পূর্ণ অচল।
বিতর্কে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, ভাষার সাবলীলতা ও যুক্তি উপস্থাপনার দক্ষতা বিচারকদেরও মুগ্ধ করেছে।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইডাব্লিউসিএ কুমিল্লার সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলি চৌধুরী এবং ইংরেজি বিভাগের শিক্ষক তাহমিনা সুলতানা স্মৃতি।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও রানারআপ দলকে দেওয়া হয় সনদপত্র এবং পুরস্কার, এবং বিচারকরা শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে আরও এমন চিন্তাশীল আয়োজনের আহ্বান জানান।
প্রযুক্তি নিয়ে এই ধরনের তর্ক প্রদর্শন প্রমাণ করে, নতুন প্রজন্ম কেবল ব্যবহারিক নয়, চিন্তাশীল দিক থেকেও অগ্রগামী। তারা প্রশ্ন করছে, বিশ্লেষণ করছে এবং সমাজের জটিল বিষয়গুলোতে নিজেদের দৃষ্টিভঙ্গি তৈরি করছে।
কুমিল্লার এই স্কুলের মেয়েরা দেখাল—যেখানে প্রযুক্তি এবং গোপনীয়তা নিয়ে বিতর্ক, সেখানে কেবল শিক্ষার আলো নয়, নতুন প্রজন্মের চেতনার আলোও জ্বলছে।




