
কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৮৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে।
শনিবার সকাল ১০টায় কলেজের আইটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মু. ড. শহিদুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার মূল লক্ষ্য শুধুমাত্র ভালো রেজাল্ট নয়, বরং নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। এজন্য প্রয়োজন নিজের বিবেক ও নৈতিকতার উপর অটুট আস্থা, সমাজের প্রতি দায়িত্বশীলতা, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও সহানুভূতি।”
তিনি আরও বলেন, “বর্তমান সমাজে দুর্নীতি একটি ভয়াবহ ব্যাধি। দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে শিক্ষার্থীদের শুরু থেকেই সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে হবে। অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা থাকতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে তাইমিয়া ট্রাস্টের সদস্য মু. রফিকুল ইসলাম আজাদ, ড. মাসুদুল হক চৌধুরী, কলেজ শাখার ইনচার্জ মো. ইউনুছ সরকার। তাঁরা তাঁদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের জন্য নৈতিক ও আদর্শ মানুষ হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ শাখার শিক্ষক অধ্যাপক মো. ইউনুছ মিয়া ভূঁইয়া ও অধ্যাপক মজিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল হক মজুমদার, বেলী শাখার ইনচার্জ মাওলানা মোসলেহ উদ্দিন, জবা শাখার ইনচার্জ মো. ইসরাফিল আলম, বকুল শাখার ইনচার্জ মোহাম্মদ কামাল উদ্দিন, এবং শাপলা শাখার ইনচার্জ মু. কামারুজ্জামান সোহেল।
বক্তারা বলেন, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ শুধু পরীক্ষার ফলাফলের দিক থেকেই নয়, নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ার দিকেও বিশেষ নজর দিয়ে থাকে। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য এবং মান ধরে রাখারই ধারাবাহিকতা।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং শিক্ষক-অভিভাবকরাও তাদের সফলতা ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।