
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (২৪ জুন) শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী আলম কমিটির অনুমোদনপত্র জারি করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চিফ রিপোর্টার ও ল’ডেক্স ইনচার্জ অ্যাডভোকেট মোঃ দিদারুল আলম দিদার। তিনি এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং একজন সুপরিচিত শিক্ষানুরাগী।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহাম্মদ ফরিদ আহমেদ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবেও রয়েছেন আবুল কালাম।
দিদারুল আলম বলেন, “আমি এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছি। এ প্রতিষ্ঠানের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমি চাই, আগামী প্রজন্ম যেন আরও আধুনিক ও মানসম্পন্ন শিক্ষার পরিবেশ পায়। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”
শুধু এই শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, দিদারুল আলম এলাকার আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের গঠন ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি নিজ উদ্যোগে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সহায়ক উপকরণ প্রদান, পাঠাগার স্থাপন ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছেন বহুবার। তার এই অগ্রণী ভূমিকায় স্থানীয় জনগণ তাকে একজন প্রকৃত শিক্ষানুরাগী এবং সমাজগঠনমূলক কর্মী হিসেবে দেখেন।
সাবেক জনপ্রিয় ছাত্রনেতা দিদারুল আলম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জাতীয় ট্রেড ইউনিয়ন সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং আইন-আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি সর্বোচ্চ আদালতে আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকতা এবং অ্যাডভোকেসিতে সক্রিয়ভাবে কাজ করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ নানা সামাজিক ইস্যুতে তার সাহসী ও মানবিক ভূমিকা তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।