মামলার আসামী কুবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা অর্ণব সিংহ রায়কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (১২ জানুয়ারি) পাঁচটার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃত অর্ণব সিংহ রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের (কলেজ শাখা) সাবেক সভাপতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন।
জানা যায়, অর্ণব সিংহ রায় রোববার (১২ জানুয়ারি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে অপেক্ষারত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তা টের পেয়ে অর্ণব সিংহ রায় গণিত বিভাগের বিভাগীয় প্রধানের ওয়াশরুমে অবস্থান করে। পরবর্তীতে প্রক্টরের উপস্থিতিতে প্রক্টর অফিসে আনার সময় তাকে উদ্দেশ্য করে ডিম মারা হয়। এরপরে প্রক্টর অফিস থেকে বের করে বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থানরত পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপস্থিত মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি বলেন, ‘সে ছাত্রলীগের নেতা। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করেছিলো এবং বিপক্ষে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মিছিল দিয়েছিল। এছাড়া সে একাধিক মামলার আসামিও। তাই তাকে পুলিশের দেওয়া হয়েছে। এর আগেও কয়েকজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মো: আবদুল হাকিম বলেন, ‘আমরা তার সাথে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশে দিয়েছে।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ বোরহান উদ্দিন বলেন, ‘সমন্বয়কদের মধ্য থেকে একজন ফোন দিয়ে আমাদের জানায় যে একজন আসামিকে আটকে রাখা হয়েছে। পরবর্তীতে আমরা যাচাই করতে দেখলাম একটি মামলায় অভিযুক্ত ১২ নম্বর এজাহারভুক্ত আসামি। এরপর আমরা তাকে আটক করে নিয়ে আসি। বর্তমানে অভিযুক্ত ডিবি হেফাজতে আছে।’
উল্লেখ্য, অর্ণব সিংহ রায় সদর দক্ষিণ থানায় মোঃ শাখাওয়াত হোসেন বাদী হয়ে করা একটি মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব জিয়াউদ্দিন মো. রুবেল বলেন, অর্ণব সিংহ রায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া ছাত্র-আন্দোলনের সময় শিক্ষার্থীদের ব্যাপক দমন নিপীড়ন করে। আজ রোববার বিকালে ছাত্র জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

ছবিঃ কুবি ছাত্রলীগ নেতা অর্ণব সিংহ রায়।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি ও চিংড়ি রেণু জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...

Read more
সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার, অর্থ ফেরত দেবেন ময়নামতির অধ্যক্ষ

কুমিল্লার ঐতিহ্যবাহী ময়নামতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ দুই শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে প্রতিষ্ঠানটির এডহক কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী,...

Read more
“মানবিক কুমিল্লা”র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পঃ অসহায়দের মুখে হাসি

দেলোয়ার হোসাইন আকাইদ \\ অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করতে “মানবিক কুমিল্লার”উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা...

Read more
ঐতিহ্যবাহী পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের শিক্ষা-সংস্কৃতির বাতিঘর, ঐতিহ্যবাহী পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসা এবারের ২০২৫ সালের দাখিল পরীক্ষায়...

Read more
কুমিল্লা নগরীর যানজট নিরসনে ‘মানবিক কুমিল্লা’র ভিন্নধর্মী উদ্যোগ

কুমিল্লা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এবার ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ‘মানবিক কুমিল্লা’। সংগঠনটি কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির...

Read more
Scroll to Top