
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নবনিযুক্ত মহাপরিচালক ও খ্যাতনামা কবি রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। সংবর্ধনা গ্রহণ শেষে তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা ও বিকাশে জেলা পর্যায়ের শিল্পকলা একাডেমিগুলোর ভূমিকা অপরিসীম। সংস্কৃতি মানুষের আত্মাকে শুদ্ধ করে, সমাজকে আলোকিত করে।”
তিনি কুমিল্লা শিল্পকলা একাডেমী ভবনের জরাজীর্ণ অবস্থা প্রত্যক্ষ করে দুঃখ প্রকাশ করেন এবং শীঘ্রই ভবন সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র, জাসাস কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা শাখা, কুমিল্লা সাংস্কৃতিক জোট, ঐতিহ্য কুমিল্লা, অধুনা থিয়েটার, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, জেলা কালচারাল অফিসার এটিএম কামরান হাসান, সাবেক জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানী, এনসিপি নেতা জায়েদ আহমেদ, জাসাস কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলনসহ জেলার কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা।
আয়োজকরা জানান, কবি রেজাউদ্দিন স্টালিনের কুমিল্লা সফর সংস্কৃতি অঙ্গনে নতুন প্রেরণা যোগাবে। সংস্কৃতির চর্চা ও শিল্পসৃষ্টির মধ্য দিয়ে আলোকিত বাংলাদেশ গঠনের আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।
ছবিঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা।




