
কুমিল্লার জগন্নাথপুর বাজগড্ডা জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মাজিউন্নাবী (সা.) ও ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে এক ইমানি ও নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে বাজগড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মাহফিলের প্রধান অতিথি ছিলেন শাহপুর দরবার শরীফের সাজ্জাদানশিন ও মুহিউস সুন্নাহ আলহাজ্ব শাহসূফি শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব আল কাদেরী পীর সাহেব কেবলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফয়েজিয়া দরবার শরীফ, চাপুইর (ব্রাহ্মণবাড়িয়া)-এর পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু।
মাহফিলে আরও আলোচনায় অংশ নেন হযরত মাওলানা মুফতি গোলাম মোহাম্মদ শাহজালাল আল কাদেরী, মুফতি মোহাম্মদ আবদুল কুদ্দুস আল কাদেরী, কারী মোহাম্মদ শামিম রেজা আল কাদেরী শাহপুরী, এবং মাওলানা আজহারুল ইসলাম আল কাদেরীসহ স্থানীয় ইমাম, খতিব ও উলামায়ে কেরাম।
বক্তারা ঈদে মাজিউন্নাবী (সা.)-এর মাহাত্ম্য, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর দৃষ্টান্ত ও ইসলামি ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথ অনুসরণই মানবতার মুক্তির একমাত্র পথ।
আলোচনা শেষে আখেরি মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মানবজাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে সকল মৃত মুসলমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজক জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির নেতৃবৃন্দ মাহফিলের সফল আয়োজন ও বিপুল উপস্থিতির জন্য এলাকার জনগণ, অতিথিবৃন্দ ও প্রশাসনের সহযোগিতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।




