ব্রাহ্মণবাড়িয়া রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রহসনমূলক ও পাতানো নির্বাচনের অভিযোগ

# বিভিন্ন দপ্তরে নির্বাচনী তফসিল বাতিলের আবেদন #

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রহসনমূলক ও পাতানো নির্বাচন করার অভিযোগ এনে তা বন্ধের দাবী জানিয়ে স্থানীয় সংসদ সদস্য , জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেন এক অভিভাভক।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল বাতিল করে পূনরায় তফসিলের জন্য আবেদন করেন ওই বিদ্যালয়ের অভিভাবক জেলার নবীনগর উপজেলার মোল্লা এলাকার বাসিন্দা রৌফ মোহাম্মদ ইলিয়াছ।
বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনে রৌফ মোহাম্মদ ইলিয়াছ বলেন, আমি নবীনগর উপজেলার রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্র ইয়াবের আল জাবের অভিভাবক।
আমি দীর্ঘদিন যাবত উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহন করার জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন ভোটারদের কাছে গণসংযোগ ও কুশল বিনিময় করে আসছি। অতি সম্প্রতি রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার কথা ছিল। এরই মধ্যে দেশ ব্যাপি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় পরবর্তীতে কারফিউ জারি হলে স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করেন সরকার।
উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমার মত অনেক অভিভাবকের সাথে কোন রকম যোগাযোগ বা নোটিশ ছাড়াই একটি প্রভাবশালী মহল তাদের অসৎ স্বার্থ হাসিলের জন্য নির্বাচনে অংশগ্রহনকারী একটি প্রার্থী তালিকা তৈরি করে নির্বাচন অনুষ্ঠানের জন্য তোড় জোর শুরু করেন। পরবর্তীতে জানতে পারি ঐ মহলটি যোগসাজসে প্রিজাইডিং অফিসার নিযুক্ত হওয়ার পর বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দিতায় প্রার্থী নির্বাচিত করতে বি.এন.পি, জামাতের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত এমন লোকজনদের নিয়ে রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের একটি ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা চালাচ্ছে।
তারা কারফিউ কিংবা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিজেদের খেয়াল খুশিমত প্রিজাইডিং অফিসারকে প্রভাবিত করে আগামী ১১ই আগস্ট নির্বাচন সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে। যা অত্যান্ত দুঃখজনক।
সার্বিক বিষয়াদি শেষ করে ঐ মহলটি তাদের পছন্দের লোককে সভাপতি বানাতে চায়। তবে সুষ্ঠ ও সুন্দর ভাবে সরকারী আইন বিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সভাপতি কে হবে তা নিয়ে আমার কোন আপত্তি কিংবা দাবী নাই।
আমি চাই সরকারী বিধি মোতাবেক রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হউক এবং আমি যেন উক্ত নির্বাচনে অংশগ্রহন করিতে পারি।
রৌফ মোহাম্মদ ইলিয়াছ আরো বলেন, খোঁজ খবর নিয়ে জানতে পারি চলমান তফসিল ঘোষণায় সরকারী আইন ও বিধির যথেষ্ট পরিমান লঙ্ঘন হইয়াছে এবং ঐ মহলটি বিভিন্ন প্রার্থীকে চলমান তফসিল ঘোষণার পর মনোনয়ন সংগ্রহের সময় বহিরাগত ব্যক্তিদেরকে দিয়ে বাধা প্রদান করেন। উক্ত বিষয়ে স্কুলের সি.সি. ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করলে ও খোঁজ নিলেই অবগত হতে পারবেন।
রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান নিয়ম বহিঃর্ভূত তফসিল বাতিল পূর্বক একটি অংশগ্রহন মূলক সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য পুনঃ তফসিল ঘোষণা পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানাই।
রৌফ মোহাম্মদ ইলিয়াছ জানান, আমি লিখিত আবেদনটি আমাদের স্থানীয় অভিভাবক ফয়জুর রহমান বাদল এমপি, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা, চেয়ারম্যান, নবীনগর উপজেলা পরিষদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়ার বরাবর বিষয়টি জানিয়ে আবেদন করেছি। আমি আশা করি তাঁরা বিষয়টি সু-বিচার ও সুবিবেচনা করবেন।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লায় মানবাধিকার কর্মী ও ব্যবসায়ীর ওপর হামলা

কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যাবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র এর উপর হামলার অভিযোগ করা...

Read more
ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ওয়াইডাব্লিউসিএ...

Read more
কুমিল্লায় চিকিৎসকদের মানববন্ধন

পুলিশের গুলিতে নিহত রিকশাচালক শহীদ ইসমাইল হত্যা মামলায় ডা. সাদী বিন শামসসহ অন্যদের গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা...

Read more
কুমিল্লায় সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ ৩ জন আটক

কুমিল্লায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পযন্ত নগরীর অশোকতলা ও রানীরবাজার এলাকায় অভিযান...

Read more
মামলার আসামী কুবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা অর্ণব সিংহ রায়কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে...

Read more
Scroll to Top