কুমিল্লায় অসহায় মানুষের পাশে উদবাতুল বারী আবু—ফ্রি মেডিকেল ক্যাম্পে উপচে পড়া জনস্রোত

এক দিনে সাত হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসাসেবা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

সকালের কোমল রোদে ধীরে ধীরে ভিড় বাড়ছিল। ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক নারী–পুরুষ—সবাই হাতের টোকেনটি শক্ত করে ধরে অপেক্ষা করছেন চিকিৎসার জন্য। কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর. ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শনিবার (৮ নভেম্বর) আয়োজন করা হয়েছিল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে একদিনেই সেবা নেন সাত হাজারের বেশি মানুষ।
চিকিৎসা শেষে রোগীরা পেয়েছেন বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও—যা নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলোর জন্য ছিল বড় স্বস্তি।
চিকিৎসাসেবা পরিদর্শন করতে এসে মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু বলেন,“আজকাল চিকিৎসা অনেক পরিবারের নাগালের বাইরে। তাই নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। ইতোমধ্যে ১০টি ওয়ার্ডে এ ক্যাম্প হয়েছে। প্রতিটি ওয়ার্ডেই ফলোআপের ব্যবস্থা রাখছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মহানগর বিএনপির জলিস আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. শাহিন, মহানগর মহিলা দলের সভাপতি রাহান রহমান হেলেন, মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন, আরাফাত রহমান কোকো সংসদ মহানগর সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানা, কাজী জামান, ৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি তাসরিন আক্তার পারুল প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধান করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শিল্পী।
মেডিকেল সেবায় নেতৃত্ব দেন—ড্যাব কুমিল্লার সাবেক সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. সফিকুর রহমান, মহানগর বিপিএমপি সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী, অর্থোপেডিক্স সার্জন ডা. আফতাব উদ্দিন, ডা. প্রিয়ম চক্রবর্তী, ডা. মোস্তাফিজ জিতু, ডা. মুকিত এবং ডা. তুহিন।
চিকিৎসকরা শুধুমাত্র প্রেসক্রিপশনই দেননি—জীবনযাপন, খাদ্যাভ্যাস ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতার দিকটিও গুরুত্ব দিয়েছেন।
২৭টি ওয়ার্ডেই মেডিকেল ক্যাম্পের পরিকল্পনাঃ মানবিক কুমিল্লা জানায়, ভবিষ্যতে কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডেই এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তারা ফলোআপ চিকিৎসা সেবা চালুরও সিদ্ধান্ত নিয়েছে।
অনেক রোগী জানিয়েছেন—নিজেদের পাড়ায়, হাতের নাগালে ও বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। বিশেষ করে যাদের নিয়মিত চিকিৎসা বা ওষুধ কেনার সামর্থ্য নেই, তাদের জন্য এটি ছিল আশীর্বাদস্বরূপ।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লায় প্রাণি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

“প্রাণী নির্যাতন বন্ধ করি’ ‘তাদের প্রতি যত্নশীল হই” শ্লোগানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের...

Read more
চৌদ্দগ্রামে মেসার্স নিহা ব্রিকস চালু রাখতে হাইকোর্টের রুল ও স্থিতাবস্থা

কুমিল্লা চৌদ্দগ্রাম কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দিতে স্থাপিত মেসার্স নিহা ব্রিকস পরিচালনায় আইনগত কোন বাঁধা নেই। মেসার্স নিহা ব্রিকস এর স্বত্ত্বাধিকারী মো....

Read more
পদোন্নতি পেলেন মানবিক ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অভিনন্দনের জোয়ার

দেলোয়ার হোসাইন আকাইদ // চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে কুমিল্লা অঞ্চলে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসা ডা....

Read more
কুমিল্লার বাজগড্ডায় ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার জগন্নাথপুর বাজগড্ডা জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মাজিউন্নাবী (সা.) ও ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে এক ইমানি ও...

Read more
ভ্যানওয়ালার পক্ষে দাঁড়ানোই ‘অপরাধ’?— চাঁদাবাজ সাজিয়ে ব্যবসায়ীকে হয়রানি

কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় এক ব্যবসায়ী নেতার ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে অপর এক ব্যবসায়ীকে চাঁদাবাজ সাজিয়ে মিথ্যা মামলা ও অপপ্রচারের...

Read more
Scroll to Top