কবি সাইয়িদ মাহমুদ পারভেজের একক কবিতা সন্ধ্যায় সংস্কৃতির জোয়ার

সুস্থ সংস্কৃতির অবারিত দরজা খুলে দিল এক কবিতা–সন্ধ্যা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

সংস্কৃতির আলো যখন নিভু নিভু হয়ে আসে, তখন একজন কবির কণ্ঠ-উচ্চারণই পারে সেই আলোকে আবার জ্বেলে দিতে। ঠিক এমনই এক আবহে, কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ছড়াকার, গল্পকার ও সাংবাদিক কবি সাইয়িদ মাহমুদ পারভেজের একক কবিতা সন্ধ্যা। ‘সুস্থ সংস্কৃতি চর্চায় আমাদের দ্বার অবারিত’— এ স্লোগানকে হৃদয়ে ধারণ করে বিনয় সাহিত্য সংসদের আয়োজনে শনিবারের সন্ধাটি রূপ নেয় এক অনাবিল সাংস্কৃতিক মিলনমেলায়।
প্রফেসর ড. নিজামুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদল। এরপর রুবাইয়ার কণ্ঠে ‘ও আমার সকল রসের ধারা—’ গানটি যেন পুরো হলঘরকে মোহমুগ্ধ করে তোলে। উপস্থাপক কামরুন্নাহার জেসমিনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি ধীরে ধীরে এগোতে থাকে গীতিকবিতার অন্তর্মহলে।
আপ্যায়িত অতিথিদের বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধ, মানবিকতা ও সাহিত্যচর্চার গুরুত্ব। বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা ও ছড়াকার জহিরুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা, কবি ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা।
এছাড়াও আলোচনায় যোগ দেন ‘যাত্রী’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ, দুর্গাপুর (উঃ) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল কবীর মোহন ও কালের কণ্ঠ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।
বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুবের স্বাগত বক্তব্যে প্রকাশ পায় সংগঠনটির সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, আর সুস্থ সাহিত্য আন্দোলনের প্রতি অঙ্গীকার।
ছড়াকার সাইয়িদ মাহমুদ পারভেজের লেখা ছড়া পাঠ করেন নীলিমা; তিনিই পাঠ করেন কবির সংক্ষিপ্ত জীবনীও।
পরের পর্বে শিশুশিল্পী অভয়া শ্রী, বাচিকশিল্পী বদরুল হুদা জেনু ও রুবেল কুদ্দুস পরিবেশন করেন পারভেজের কবিতা। তাদের আবৃত্তিতে কবির শব্দঝংকার যেন এক নতুন ছন্দে ধ্বনিত হতে থাকে।
তারপর মঞ্চ উন্মুক্ত হয় সন্ধ্যার কেন্দ্রীয় চরিত্র— কবি সাইয়িদ মাহমুদ পারভেজের জন্য। তিনি নিজের কণ্ঠে একের পর এক স্বরচিত কবিতা পাঠ করেন— কখনও স্বপ্নময়, কখনও প্রহসনের প্রহেলিকা ছুঁয়ে, আবার কখনও মানুষের দুঃখবোধকে নতুন ব্যঞ্জনায় তুলে ধরে। শ্রোতারা মগ্ন হয়ে শোনেন তাঁর প্রতিটি উচ্চারণ।
বিনয় সাহিত্য সংসদের পক্ষ থেকে কবিকে ফুলেল শুভেচ্ছা জানান চঞ্চল চক্রবর্তী। পরে সভাপতি প্রফেসর ড. মোঃ নিজামুল করিমের হাত থেকে কবি গ্রহণ করেন একখানি সম্মাননা স্মারক।‘আমি কেন কবি হলাম’— কবির অনুভূতির উন্মোচন
সবশেষে ‘আমি কেন কবি হলাম’ শীর্ষক আবেগঘন অভিব্যক্তিতে কবি নিজের সৃজনী যাত্রার গল্প বলেন; বলেন মানুষের প্রতি দৃশ্যমান ও অদৃশ্য ভালবাসার কথাও। তাঁর সেই অনুভূতিপূর্ণ কথন অনেকের চোখে এনে দেয় আবেশ ও ভাবনার ঢেউ।
সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ সিনহা মিঠুর তত্ত্বাবধানে শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অভিজিৎ রায় চৌধুরী ও চুমকি সিংহ রায়। সুরের মায়ায় ঘেরা সেই সন্ধাটি যেন ধীরে ধীরে পূর্ণতা পায়।
ছবি: কবি সাইয়িদ মাহমুদ পারভেজের প্রাণবন্ত একক কবিতা সন্ধ্যা।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লায় উদীচীর ৫৭ বছরের পথচলাঃ সাংস্কৃতিক চেতনায় আলো ছড়ানোর এক বিকেল

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী—সংস্কৃতি চর্চার মাটিতে দাঁড়িয়ে মানুষের মুক্তির স্বপ্ন দেখানো একটি নাম। শিল্প-সংস্কৃতির মাধ্যমে বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের যে স্বপ্ন...

Read more
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় সংবর্ধনা

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নবনিযুক্ত মহাপরিচালক ও খ্যাতনামা কবি রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার (২৫...

Read more
ধ্রুবতারার রজতজয়ন্তী উদযাপনঃ অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ গীতি-নৃত্যালেখ্য

সংস্কৃতি চর্চার ধারাবাহিকতাকে অব্যাহত রেখে কুমিল্লার অন্যতম শীর্ষ সাংস্কৃতিক সংগঠন “ধ্রুবতারা” উদযাপন করল তাদের গৌরবময় রজতজয়ন্তী। শনিবার (১৩ সেপ্টেম্বর ) জেলা শিল্পকলা...

Read more
আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন

কুমিল্লায় আবৃত্তিচর্চার অগ্রদূত সংগঠন আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট...

Read more
আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমনের ‘ প্রিয় ১০০ আবৃত্তির কবিতার ‘ পাঠ উন্মোচন

বরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন সম্পাদিত ' প্রিয় ১০০ আবৃত্তির কবিতা ' পরিমার্জিত দ্বিতীয় সংস্করণের পাঠ উন্মোচন...

Read more
Scroll to Top