সংস্কৃতির আলো যখন নিভু নিভু হয়ে আসে, তখন একজন কবির কণ্ঠ-উচ্চারণই পারে সেই আলোকে আবার জ্বেলে দিতে। ঠিক এমনই এক আবহে, কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ছড়াকার, গল্পকার ও সাংবাদিক কবি সাইয়িদ মাহমুদ পারভেজের একক কবিতা সন্ধ্যা। ‘সুস্থ সংস্কৃতি চর্চায় আমাদের দ্বার অবারিত’— এ স্লোগানকে হৃদয়ে ধারণ করে বিনয় সাহিত্য সংসদের আয়োজনে শনিবারের সন্ধাটি রূপ নেয় এক অনাবিল সাংস্কৃতিক মিলনমেলায়।
প্রফেসর ড. নিজামুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদল। এরপর রুবাইয়ার কণ্ঠে ‘ও আমার সকল রসের ধারা—’ গানটি যেন পুরো হলঘরকে মোহমুগ্ধ করে তোলে। উপস্থাপক কামরুন্নাহার জেসমিনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি ধীরে ধীরে এগোতে থাকে গীতিকবিতার অন্তর্মহলে।
আপ্যায়িত অতিথিদের বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধ, মানবিকতা ও সাহিত্যচর্চার গুরুত্ব। বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা ও ছড়াকার জহিরুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা, কবি ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা।
এছাড়াও আলোচনায় যোগ দেন ‘যাত্রী’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ, দুর্গাপুর (উঃ) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল কবীর মোহন ও কালের কণ্ঠ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।
বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুবের স্বাগত বক্তব্যে প্রকাশ পায় সংগঠনটির সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, আর সুস্থ সাহিত্য আন্দোলনের প্রতি অঙ্গীকার।
ছড়াকার সাইয়িদ মাহমুদ পারভেজের লেখা ছড়া পাঠ করেন নীলিমা; তিনিই পাঠ করেন কবির সংক্ষিপ্ত জীবনীও।
পরের পর্বে শিশুশিল্পী অভয়া শ্রী, বাচিকশিল্পী বদরুল হুদা জেনু ও রুবেল কুদ্দুস পরিবেশন করেন পারভেজের কবিতা। তাদের আবৃত্তিতে কবির শব্দঝংকার যেন এক নতুন ছন্দে ধ্বনিত হতে থাকে।
তারপর মঞ্চ উন্মুক্ত হয় সন্ধ্যার কেন্দ্রীয় চরিত্র— কবি সাইয়িদ মাহমুদ পারভেজের জন্য। তিনি নিজের কণ্ঠে একের পর এক স্বরচিত কবিতা পাঠ করেন— কখনও স্বপ্নময়, কখনও প্রহসনের প্রহেলিকা ছুঁয়ে, আবার কখনও মানুষের দুঃখবোধকে নতুন ব্যঞ্জনায় তুলে ধরে। শ্রোতারা মগ্ন হয়ে শোনেন তাঁর প্রতিটি উচ্চারণ।
বিনয় সাহিত্য সংসদের পক্ষ থেকে কবিকে ফুলেল শুভেচ্ছা জানান চঞ্চল চক্রবর্তী। পরে সভাপতি প্রফেসর ড. মোঃ নিজামুল করিমের হাত থেকে কবি গ্রহণ করেন একখানি সম্মাননা স্মারক।‘আমি কেন কবি হলাম’— কবির অনুভূতির উন্মোচন
সবশেষে ‘আমি কেন কবি হলাম’ শীর্ষক আবেগঘন অভিব্যক্তিতে কবি নিজের সৃজনী যাত্রার গল্প বলেন; বলেন মানুষের প্রতি দৃশ্যমান ও অদৃশ্য ভালবাসার কথাও। তাঁর সেই অনুভূতিপূর্ণ কথন অনেকের চোখে এনে দেয় আবেশ ও ভাবনার ঢেউ।
সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ সিনহা মিঠুর তত্ত্বাবধানে শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অভিজিৎ রায় চৌধুরী ও চুমকি সিংহ রায়। সুরের মায়ায় ঘেরা সেই সন্ধাটি যেন ধীরে ধীরে পূর্ণতা পায়।
ছবি: কবি সাইয়িদ মাহমুদ পারভেজের প্রাণবন্ত একক কবিতা সন্ধ্যা।