কুমিল্লায় প্রাণী নির্যাতন রোধে মিলনমেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এ আয়োজন শুধু পোষা প্রাণীর জন্য নয়, রাস্তার অবহেলিত ও দুর্ঘটনায় আহত প্রাণীদেরও সুরক্ষার উদ্দেশ্যে-সাইফ উদ্দিন রনী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

কুমিল্লায় প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “প্রাণীপ্রেমীদের মিলনমেলা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) দুপুরে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাটস হোম বিড়ালের বাড়ি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সামছুল আলম। সভাপতিত্ব করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন ও ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনী।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সিপন মিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেল, বার্ডের উপপরিচালক ডা. বিমল চন্দ্র কর্মকার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সংরাইশ সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা, সাংবাদিকতা ও প্রাণী কল্যাণে অবদানের জন্য গুণীজন ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মো. মাহফুজ মিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত দেবীদ্বারের কৃতি শিক্ষক ড. আহাম্মদ কাদের জামান, ইতালি প্রবাসী মাকসুদ রহমান, সাংবাদিক মোশাররফ হোসেন, মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী সুমন প্রমুখ।

এছাড়া প্রাণীবিষয়ক সংবাদ পরিবেশনে অবদানের জন্য এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাপ্তাহিক বর্তমান প্রতিদিনের সম্পাদক তাওহিদ হোসেন মিঠু, মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুল, বাসস ও দৈনিক আজকের পত্রিকার দেলোয়ার হোসাইন আকাইদসহ কয়েকজন সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তরুণ ভেটেরিনারি চিকিৎসকদেরও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘বিড়ালের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা’। এতে দেশি ও বিদেশি ক্যাটাগরিতে ছয়টি বিড়াল পুরস্কার অর্জন করে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এছাড়া কানিভা পেট ফুড থাইল্যান্ড, ক্যাট প্যারাডাইজ কুমিল্লা ও এভিয়ারী টাউন তাদের পণ্য প্রদর্শন করে এবং অংশগ্রহণকারীদের মাঝে উপহার বিতরণ করে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সাইফ উদ্দিন রনী বলেন, “এই আয়োজন শুধু পোষা প্রাণীর জন্য নয়, রাস্তার অবহেলিত ও দুর্ঘটনায় আহত প্রাণীদেরও সুরক্ষার উদ্দেশ্যে। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে প্রাণী উদ্ধারে সহযোগিতা করা প্রয়োজন।” তিনি বিনা কারণে প্রাণী নির্যাতন না করে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান এবং রাস্তার কুকুরদের হত্যার পরিবর্তে টিকাদানের আওতায় আনার দাবি জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন, পোষা প্রাণীপ্রেমী, চিকিৎসক, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ছবিঃ কুমিল্লায় প্রাণী নির্যাতন রোধে মিলনমেলা।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

“আমরা কুমিল্লা বিভাগ চাই”—এই স্লোগানে আবারও মুখর হয়ে উঠেছে প্রাচীন নগরী কুমিল্লা। মঙ্গলবার দুপুরে কান্দিরপাড় পূবালী চত্বরে হাজারো শিক্ষার্থী, তরুণ...

Read more
কুমিল্লায় সংবাদকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে সংবাদকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা।...

Read more
হিন্দু–মুসলিম সম্প্রীতির কুমিল্লা গড়তে চাই- হাজী ইয়াছিন

দেলোয়ার হোসাইন আকাইদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায়— আমরা মাইনরিটি।...

Read more
কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

কুমিল্লায়‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে এক...

Read more
কুমিল্লায় মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন পাঁচ হাজারের বেশি মানুষ

কুমিল্লা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর)...

Read more
Scroll to Top