
কুমিল্লায়‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
কুমিল্লার জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, বাংলাদেশ স্কাউট কুমিল্লার উপ-পরিচালক মো. শামীমুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক কুদরুত উল্লাহ এবং ইউনিসেফ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের এসবিসি কর্মকর্তা মো. আব্দুল জলিল।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া জাফরিন আনসারী, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার সহকারী পরিচালক মো. সোহরাওয়ার্দী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মাহমুদ, জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম, পিআই পরিদর্শক মো. গোলাম ফারুকসহ অন্যরা।
কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি ভয়াবহ জলবাহিত রোগ। সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পাশাপাশি সময়মতো টিকা গ্রহণ করলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তারা বলেন, স্কাউট ও গার্লস গাইডরা সমাজে সচেতনতা তৈরির অগ্রণী বাহিনী হিসেবে কাজ করতে পারে। এজন্য টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে তাদের সম্পৃক্ত করা হয়েছে।
আলোচনায় আরও উল্লেখ করা হয় যে, “টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেঁধে”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ধারণা প্রদান করা হয়, যাতে তারা তাদের নিজ নিজ ইউনিট ও এলাকায় সচেতনতা বৃদ্ধির কাজ এগিয়ে নিতে পারেন।
ছবিঃ কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা ।