কুমিল্লায় মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন পাঁচ হাজারের বেশি মানুষ

আমাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া- আবু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

কুমিল্লা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নগরীর বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্প থেকে পাঁচ হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন।
ক্যাম্পে আগত রোগীদের জন্য বিনামূল্যে সাধারণ চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরা আগতদের জন্য খাবার পানি ও শরবতের ব্যবস্থা করেন, যাতে রোগী ও তাদের স্বজনরা নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন,
মানবিক কুমিল্লার কার্যক্রম ইতিমধ্যেই নগরীর ২৭টি ওয়ার্ডে পৌঁছেছে। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আজকের বিপুল জনসমাগম প্রমাণ করে, মানুষ এ সেবার প্রতি আস্থা রাখছে। আমরা চাই প্রতিটি মানুষ যেন ন্যূনতম চিকিৎসা সুবিধা পান।
দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, ডা. মোস্তাফিজ জিতু, ডা. নাজমা, ডা. জনি প্রমুখ। চিকিৎসকরা রোগীদের শারীরিক সমস্যা শুনে প্রাথমিক চিকিৎসা দেন এবং প্রয়োজনে বিস্তারিত চিকিৎসা পরামর্শ দেন।
ক্যাম্পের কার্যক্রম ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেবা নিতে আসা অনেকেই জানান, প্রতিদিনের ব্যস্ততা ও আর্থিক সংকটের কারণে অনেকেই চিকিৎসকের কাছে যেতে পারেন না। মানবিক কুমিল্লার এ ধরনের উদ্যোগ তাদের কাছে আশীর্বাদের মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেল, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি সায়েদ আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন, যুব দলের সভাপতি মো. মাসুদ দেওয়ানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়দের মতে, মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্প এখন সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে নগরীর নিম্ন আয়ের মানুষের জন্য তা বড় সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মেসার্স নিহা ব্রিকস চালু রাখতে হাইকোর্টের রুল ও স্থিতাবস্থা

কুমিল্লা চৌদ্দগ্রাম কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দিতে স্থাপিত মেসার্স নিহা ব্রিকস পরিচালনায় আইনগত কোন বাঁধা নেই। মেসার্স নিহা ব্রিকস এর স্বত্ত্বাধিকারী মো....

Read more
পদোন্নতি পেলেন মানবিক ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অভিনন্দনের জোয়ার

দেলোয়ার হোসাইন আকাইদ // চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে কুমিল্লা অঞ্চলে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসা ডা....

Read more
কুমিল্লার বাজগড্ডায় ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার জগন্নাথপুর বাজগড্ডা জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মাজিউন্নাবী (সা.) ও ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে এক ইমানি ও...

Read more
ভ্যানওয়ালার পক্ষে দাঁড়ানোই ‘অপরাধ’?— চাঁদাবাজ সাজিয়ে ব্যবসায়ীকে হয়রানি

কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় এক ব্যবসায়ী নেতার ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে অপর এক ব্যবসায়ীকে চাঁদাবাজ সাজিয়ে মিথ্যা মামলা ও অপপ্রচারের...

Read more
কুমিল্লায় নারীর ক্ষমতায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা ও সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিকাপুর কাজী বাড়ি মাঠে এক...

Read more
Scroll to Top