
সামাজিক সংগঠন ‘কুমিল্লা গড়ি’ সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আবারও আয়োজন করলো ত্রাণ বিতরণ কর্মসূচি। গত দুই দিন ধরে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ড এবং পাশের ইউনিয়নগুলোতে এই কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং কুমিল্লা জেলা প্রশাসন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘কুমিল্লা গড়ি’র সভাপতি ফয়সাল কবির, প্রধান নির্বাহী স্থপতি মো. আবুল কালাম মাহমুদ সরকার তানভীরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের প্রধান নির্বাহী স্থপতি মো. আবুল কালাম মাহমুদ সরকার তানভীর জানান, “আমরা পারি, আমরাই গড়ি” স্লোগানে ২০১৯ সালে ‘কুমিল্লা গড়ি’র যাত্রা শুরু। সংগঠনটির লক্ষ্য কুমিল্লার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন, পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।
তিনি বলেন, করোনাকালে জীবন ঝুঁকি নিয়ে সংগঠনের সদস্যরা মানুষের ঘরে ঘরে খাদ্য ও ওষুধ পৌঁছে দিয়েছে। এছাড়া ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় সংগঠনের সদস্যরা ত্রাণ ও চিকিৎসা সেবা নিয়ে দুর্গত মানুষের পাশে ছিলো শুরু থেকে শেষ পর্যন্ত।
পরিবেশ সংরক্ষণেও ‘কুমিল্লা গড়ি’ সক্রিয়। প্লাস্টিক পণ্য নিরুৎসাহিত করতে ইতোমধ্যে পাঁচ হাজার চারাগাছ বিতরণ করেছে সংগঠনটি। সম্প্রতি গোমতির পাড়ে বৃহৎ পরিসরে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটি শুধু মানবিক কাজেই থেমে নেই। তরুণ বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থায়ও কাজ করছে তারা। মাহমুদ সরকার বলেন, “আমাদের সক্ষমতা সীমিত হলেও আমরা বিশ্বাস করি, কুমিল্লাকে আধুনিক ও টেকসই নগরে রূপান্তরিত করতে পারলে দেশব্যাপী পরিবর্তনের অনুপ্রেরণা তৈরি হবে।”
স্থানীয়ভাবে গড়ে ওঠা এই সংগঠনটি সমাজ পরিবর্তনের বড় স্বপ্ন দেখছে। প্রয়োজন শুধু সকলে মিলে এগিয়ে আসা।
ছবিঃ সুবিধাবঞ্চিতদের মাঝে ‘কুমিল্লা গড়ি’র ত্রাণ বিতরণ করেন সংগঠনের প্রধান নির্বাহী স্থপতি মো. আবুল কালাম মাহমুদ সরকার তানভীর।