
কুমিল্লার মনোহরগঞ্জে এবারের বন্যায় অসহায় মানুষের পাশে দাড়ানো সেচ্ছাসেবকদের সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে মনোহরগঞ্জ নীলকান্ত সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলকান্ত সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর নাজমা বেগম।
বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মোঃ আনোয়ার হোসেন, অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হেলাল আহম্মেদ, বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মোঃ আজাদ হোসেন সোহেল, আমেরিকা প্রবাসী মোঃ হারুনুর রশিদ, সোলাইমান কবির।
অনুষ্ঠানে এবারের বন্যায় মনোহরগঞ্জে বন্যা কবলিত অসহায় মানুষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়সহ নিয়মিত খাবারের ব্যবস্থা করেছিলো স্থানীয় সেচ্ছাসেবীরা। এছাড়া বিভিন্ন দূযোগে মানুষের পাশে এসে দাঁড়ান তাঁরা। মানুষের পাশে দাড়াঁনোর এসব সেচ্ছসেবীদের জন্য আমেরিকা প্রবাসী সোলাইমান কবিরের সহযোগিতায় এ ব্যতিক্রমধর্মী এ সংবর্ধার আয়োজন করা হয়।
ছবিঃ মনোহরগঞ্জে এবারের বন্যায় অসহায় মানুষের পাশে দাড়ানো সেচ্ছাসেবকদের সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী।