কুমিল্লায় মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন পাঁচ হাজারের বেশি মানুষ

আমাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া- আবু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

কুমিল্লা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নগরীর বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্প থেকে পাঁচ হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন।
ক্যাম্পে আগত রোগীদের জন্য বিনামূল্যে সাধারণ চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরা আগতদের জন্য খাবার পানি ও শরবতের ব্যবস্থা করেন, যাতে রোগী ও তাদের স্বজনরা নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন,
মানবিক কুমিল্লার কার্যক্রম ইতিমধ্যেই নগরীর ২৭টি ওয়ার্ডে পৌঁছেছে। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আজকের বিপুল জনসমাগম প্রমাণ করে, মানুষ এ সেবার প্রতি আস্থা রাখছে। আমরা চাই প্রতিটি মানুষ যেন ন্যূনতম চিকিৎসা সুবিধা পান।
দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, ডা. মোস্তাফিজ জিতু, ডা. নাজমা, ডা. জনি প্রমুখ। চিকিৎসকরা রোগীদের শারীরিক সমস্যা শুনে প্রাথমিক চিকিৎসা দেন এবং প্রয়োজনে বিস্তারিত চিকিৎসা পরামর্শ দেন।
ক্যাম্পের কার্যক্রম ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেবা নিতে আসা অনেকেই জানান, প্রতিদিনের ব্যস্ততা ও আর্থিক সংকটের কারণে অনেকেই চিকিৎসকের কাছে যেতে পারেন না। মানবিক কুমিল্লার এ ধরনের উদ্যোগ তাদের কাছে আশীর্বাদের মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেল, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি সায়েদ আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন, যুব দলের সভাপতি মো. মাসুদ দেওয়ানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়দের মতে, মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্প এখন সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে নগরীর নিম্ন আয়ের মানুষের জন্য তা বড় সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লা মডেল বহুমুখি সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা মডেল বহুমুখি সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নগরীর ঠাকুরপাড়া কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড...

Read more
কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও জরুরি ভিত্তিতে সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কুমিল্লা।...

Read more
অসহায় মানুষের পাশে মানবিক কুমিল্লার ফ্রি চিকিৎসা সেবা

কুমিল্লা মহানগরের ২২ নম্বর ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চার হাজারেরও বেশি মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। শনিবার...

Read more
“মানবসেবায় তিন দশকের প্রতিশ্রুতি—এপে. ডা. মুজিবুর রহমান”

দীর্ঘ ৩১ বছরের সংগঠন-যাত্রায় মানবিক সেবার যে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন, তারই স্বীকৃতি হিসেবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন এপে. ডা....

Read more
কুমিল্লায় জুলাই বিপ্লব স্মরণে স্মারক অনুষ্ঠান ও শহীদ পরিবারকে সম্মাননা

ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবার-পরিজনদের প্রতি সম্মান জানিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ স্মারক অনুষ্ঠান।...

Read more
Scroll to Top