
কুমিল্লায় খাদ্যপণ্যে জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের অভিযোগ একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকাল সাড়ে চারটায় জেলার আদর্শ সদর উপজেলার হাউজিং স্টেট এলাকায় বিএসটিআইয়ের অভিযানে নূর ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ জানান, আদর্শ সদর উপজেলার হাউজিং স্টেট এলাকায় অবস্থিত নূর ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে গুণগত মান পরীক্ষণ ব্যতীত এবং মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত ‘ব্ল্যাক টি’ ও ‘সরিষার তেল’ পণ্য মোড়কজাত, বিক্রয়-বিতরণ করছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ‘ব্ল্যাক টি’ বিক্রয়ের উদ্দ্যেশ্যে মজুদ করে। ফলে খাদ্যপণ্যে জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের অভিযোগে নূর ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই ও কুমিল্লা জেলা প্রশাসন এর যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এবং শ্রী রতন কুমার দত্ত এর নেতৃত্বে এ অভিযান ও ভাদ্যমান আদালত পরিচালিত হয়। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা ইকবাল আহাম্মদ, পরিদর্শক আরিফ উদ্দিন (মেট্রোলজি) সহ অন্যরা।
বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ জানান, খাদ্যপণ্যে জালিয়াতি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের “বিএসটিআই আইন-২০১৮” এবং “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” অনুযায়ী উভয় আইনে ৫০ হাজার টাকা এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।
ছবিঃ কুমিল্লার হাউজিং এস্টেট এ বিএসটিআই ও কুমিল্লা জেলা প্রশাসন এর যৌথ অভিযান।