যুবলীগ নেতা সন্ত্রাসী সুমনের মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে অতিষ্ট পূর্বাঞ্চলবাসী

# হত্যা মাদক অস্ত্রসহ একাধিক মামলার আসামী #

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

আরিফুর রহমান,কুমিল্লাঃ হত্যা, মাদক, অস্ত্র ও পুলিশের উপর হামলাসহ একাধিক মামলার আসামী কুমিল্লা নগরীর সুজানগর বউ বাজার এলাকার বাসিন্দা যুবলীগ নেতা সুমনের মাদক ব্যবসা ও চাঁদাবাজীতে অতিষ্ঠ পূর্বাঞ্চলবাসী। বিগত ১৭ বছর সাবেক সংসদ বাহারের একনিষ্ট হয়ে বিভিন্ন অপকর্ম করলেও বর্তমানে মহানগর সেচ্ছাসেবকদলের এক শীর্ষ নেতার নাম ভাঙ্গিয়ে তার অপকর্ম চাালিয়ে যাচ্ছে। সর্বশেষ ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারন সম্পাদকের উপর হামলার ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
জানা যায়, কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ও সাধারন সম্পাদক প্রার্থী মোঃ সুমন বিগত ফ্যাসিস আওয়ামীলীগের আমলে সাবেক সংসদ সদস্য হাজী বাহারের একজন একনিষ্ট ছিলেন। তার মেয়ে সুচনা ও জামাই রনির প্রভাবে পূর্বাঞ্চলে মাদক অস্ত্র ও চাঁদাবাজি নিয়ন্ত্রন করতেন। এলাকায় আধিপাত্য বিস্তার করতে গিয়ে সে ও তার পরিবার কয়েকটি হত্যার সাথে জড়িত হয়ে পড়েন। দিনের আলোতে মাথায় একাধিক গুলি করে রানা নামে এক যুবককে হত্যা করে। রানা হত্যাকান্ডের আসামি সুমন ও তার গ্যাংদের ধরতে গেলে আসামি সুমন এর পরিবার পুলিশের সাথে বন্ধুক যুদ্ধ করে প্রায় ৩০ মিনিট। এসময় পুলিশের দুজন পরিদর্শক আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। প্রকাশ্যে গুলি করে ১৭ নং ওয়ার্ড এর কাউন্সিল সৈয়দ সোহেল ও হরিপদ সাহাকে ফ্লিমস্টাইলে খুন করে। সর্বশেষ এ হত্যা মামলায় সে জামিনে বের হয়ে আসে। এ ঘটনায় মাদক অস্ত্র হত্যাসহ একাধিক মামলার আসামী সুমনের ভাতিজা শাহআলমকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শাহালম নিহত হয়। এছাড়া বউ বাজার এলাকার রকি ও সংরাইশ এলাকার জুনুকে গুলি করে হত্যার চেষ্টা করে সুমন বাহিনী। চাঁদা না পেয়ে বৌ বাজারের ব্যবসায়ী মোঃ রাজিবকে পিটিয়ে আহত করে খালে ফেলে হত্যা করার চেষ্টা করে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলে সাবেক সাংসদ বাহারের হুমকিতে অভিযোগ তুলে নেন।
এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক এর রমরমা ব্যবসা শুরু করে সুমন সহ তার পরিবারের সদস্যরা। এছাড়া স্থানীয় বৌবাজারসহ আশে পাশের ব্যবসাীয়দের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। সম্প্রতি সন্ত্রাসী সুমন সুজানগর বৌ বাজারের ক্ষুদ্র কিছু ব্যবসায়ীকে উচ্ছেদ করে সেখানে সরকারী জায়গায় গড়ে তুলেন অবৈধভাবে ৬টি দোকানকোঠা। জমি কেনা বেচা বাড়ি নির্মানে চাঁদাবাজিসহ সীমান্ত এলাকায় অস্ত্র বেচাকেনায় জড়িত রয়েছে সুমন বাহিনী। তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। কেউ মুখ খুললে তার উপর চালানো হয় চরম নির্যাতন। সম্প্রতি কাউন্সিলর সোহেল হত্যা মামলায় জামিনে বের হয়ে আরো বেপোরোয়া হয়ে উঠে। বিগত ফ্যাসিস আওয়ামীলীগের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন মামলায়। ফ্যাসিস আওয়ামীলীগের পতন হওয়ার পর সুমন কিছুদিন গা ঢাকা দিলেও সম্প্রতি কুমিল্লা মহানগর সেচ্ছাসেবকদলের এক শীর্ষ নেতাকে মাদক ব্যবসা ও চাঁদাবাজির মাসিক মাসোয়ারা দেওয়ার শর্তে এলাকায় ফিরে আসে এবং পূর্বের অপকর্ম শুরু করে। স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা তার অপকর্মের প্রতিবাদ করায় সে এলাকায় ফিরে নিজেকে সাধু সাজাতে কিছু লোক ভাড়া করে এনে মাদক বিরোধী একটি মানববন্ধন করে। মানববন্ধনে ওয়ার্ড বিএনপি, যুবদল ও জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার করে।
গেল ১ জুন নগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক সোহাগ আহম্মেদকে হত্যার হুমকি দেয় এবং সন্ত্রাসী সুমনের নিয়ন্ত্রিত বৌ বাজার এলাকায় দলীয় প্রচারনার করতে গেলে বাঁধা প্রদান করে। তার এলাকায় বিএনপির কোন কাজ করলে হত্যাসহ বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘোষনা দেয়। এ ঘটনায় সোহাগ আহম্মেদ কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক সোহাগ আহম্মেদ বলেন, বিগত আওয়ামীলীগের আমলে সন্ত্রাসী সুমন মাদক অস্ত্র চাঁদাবাজিসহ নানা অপকর্ম নিয়ন্ত্রন করতেন। কেউ প্রতিবাদ করার সাহস পেত না। তার আধিপাত্য নিয়ন্ত্রন করতে সে ও তার পরিবারের সদস্যরা কয়েকটি খুন করে। অনেকে পিটিয়ে আহত করে। একক নিয়ন্ত্রন ছিলো তার। আমাদের অনেক নেতাকর্মীকে সে বাড়ি ছাড়া করেছে। এখন আমাদের দলীয় কাজে বাঁধা দিচ্ছে। সন্ত্রাসী সুমন মহানগর সেচ্ছাসেবক দলের এক নেতাকে মাদক ব্যবসা ও চাঁদাবাজির মোটা অংকের ভাগ দেয় বলে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। সুমন মোটা অংকের টাকার বিনিময়ে সেচ্ছাসেবকদলে যোগদানের চেষ্টা করছে বলে জানা যায়। আমরা বিষয়টি মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, যুবলীগ নেতা সুমনের বিরুদ্ধে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক সোহাগ আহম্মেদ এর অভিযোগ আমরা পেয়েছি। এছাড়া সুমন ও তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজি অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জেনেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

ছবিঃ সাবেক সাংসদ বাহারের অবৈধ নির্বাচনের প্রচারনায় যুবলীগ নেতা সুমন।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার...

Read more
কুমিল্লায় সাড়ে ৭ হাজার কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাউল আটক

কুমিল্লার সুয়াগাজী বাজার থেকে ৭ হাজার ৬৫৯ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাউল আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এসময় একটি...

Read more
কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক

কুমিল্লার কাবিলা বাজার থেকে তিন কোটি আট লাখ আট হাজার টাকার বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় আতশবাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন...

Read more
কুমিল্লায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ কিং কোবরা বাজি আটক

কুমিল্লার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকার মূল্যের ভারতীয় অবৈধ কিং কোবরা আতশ বাজি...

Read more
সাংবাদিক রাসেল এর বাসায় চুরি

কুমিল্লায় এক সাংবাদিকের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগরের আশ্রাফপুর এলাকা মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় কুমিল্লার সদর...

Read more
Scroll to Top