নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মঞ্চে কাঁদলেন হাজী ইয়াছিন

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল সমাবেশ ও গণ মিছিল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা টাউন হলে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন কুমিল্লা–৬ (সদর) আসনের মনোনয়ন বঞ্চিত চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বক্তব্যের শুরুতেই তিনি নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানান।
সমাবেশে হাজী ইয়াছিন আবেগঘন কণ্ঠে বলেন, “আমি শহীদ জিয়ার দল করি, এ দল জনগণের সমর্থনে সৃষ্টি হয়েছিল। জনতার সমর্থন যেদিকে যাবে, দল ইনশাআল্লাহ সেদিকেই থাকবে।”
মনোনয়ন না পাওয়ার পরেও নেতাকর্মীদের অকৃত্রিম সমর্থন তার জীবনের বড় পাওয়া—এমন মন্তব্য করে তিনি বলেন,“আমি কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস বা দখলবাজির সঙ্গে জড়িত নই। বরং এসবের বিরুদ্ধেই সোচ্চার ছিলাম এবং থাকবো। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্ত ও নিরাপদ পরিবেশ গড়ে যেতে চাই।”
নেতাকর্মীদের মনোনয়ন দাবির বিভিন্ন কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইয়াছিন আরও বলেন, “দল আমাকে মনোনয়ন না দিলেও আপনারা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, তারা আমাকে মনোনয়ন দেওয়ার জন্য নানাভাবে দলের শীর্ষ পর্যায়ে দাবি তুলেছেন। আপনাদের এই ভালোবাসায় সিক্ত আমি—এক জীবনে এটি আমার অনেক বড় অর্জন।”
আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি বলেন,“আল্লাহ নিশ্চয়ই আপনাদের মনের কষ্ট দেখেন এবং বোঝেন। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি সত্য ও ন্যায়ের সাথেই থাকেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো—এ বিশ্বাস রাখি।”
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা তুলে ধরে ইয়াছিন বলেন,“জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন। এই দিনের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কান্দিরপাড়ে জেলা কার্যালয় প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে কুমিল্লা টাউন হলে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে মনোনয়ন বঞ্চিত চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ছবিঃ সমাবেশে বক্তব্য দেন হাজী ইয়াছিন, পরে র‍্যালীতে নেতৃত্ব দেন।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া

কুমিল্লা–৬ (সদর, সদর দক্ষিণ, সেনানিবাস এলাকা ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আমিন–উর–রশিদ ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় শুক্রবার শহর ও...

Read more
কুমিল্লা-৬ আসনে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত

তৌহিদ হোসেন সরকার, কুমিল্লা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও...

Read more
কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ–ইফতার ও দোয়া

কুমিল্লা–৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি পালন করছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন–উর–রশিদ ইয়াছিনের...

Read more
কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা, গণ–ইফতার

কুমিল্লা–৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি পালন করছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন–উর–রশিদ ইয়াছিনের...

Read more
কুমিল্লা-৬: হাজী ইয়াছিনের মনোনয়নের দাবীতে নারীদের নেতৃত্বে বিশাল বিক্ষোভ

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের...

Read more
Scroll to Top