কুমিল্লা-৬ আসনে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত

“ঢাকসুর ভিপি সাদিক কাইমের কাজ জামায়াতের আদর্শেরই প্রতিফলন”— কাজী দ্বীন মোহাম্মদ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

তৌহিদ হোসেন সরকার, কুমিল্লা:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাস এলাকা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গলিয়ারা উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শোভানগরে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি অধ্যাপক নেছার উদ্দিন লসকর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ কামরুজ্জামান সোহেল, সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, মহানগরীর ১৮ নং ওয়ার্ড আমীর মিয়া মোহাম্মদ আকছির এবং গলিয়ারা উত্তর ইউনিয়ন সভাপতি মাওলানা মিজানুর রহমান।
ওয়ার্ড সেক্রেটারি আবু বকর ফরজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন লসকর, আবু হানিফ, মোশাররফ হোসেন, মাহবুব হোসেন, জালাল উদ্দিন লসকর, প্রবাসী মনির হোসেন ও নাজমুল হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থী নেতৃত্বের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইম যে কর্মদৃষ্টান্ত স্থাপন করেছে, তা জামায়াতে ইসলামীর কাজেরই একটি জীবন্ত উদাহরণ। ইনশাআল্লাহ, জামায়াত ক্ষমতায় গেলে দেশে শান্তি, ন্যায় ও ইনসাফের পরিবেশ প্রতিষ্ঠা করবে।”

অনুষ্ঠানে স্থানীয় জনগণ ব্যাপক উৎসাহ ও আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন।
এর আগে কাজী দ্বীন মোহাম্মদ মহানগরীর ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। সেখানে সভাপতিত্ব করেন ১৮ নং ওয়ার্ড আমীর মিয়া মোহাম্মদ আকছির। উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, অঞ্চল পরিচালক মাওলানা লুৎফুর রহমান খান মাসুম, ওয়ার্ড সেক্রেটারি আব্দুল আহাদ, অফিস সম্পাদক মোঃ তারিকুল মতিন ফয়সাল, আবু তাহের, সিরাজুস সালেকিন, মোঃ নজরুল ইসলাম, মাওলানা আবদুল হালিম মাসুম, যুব বিভাগের সভাপতি সোলেমান কাদের তানভির, শ্রমিক নেতা আবু হানিফ, মোঃ জামিল হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, মোঃ মনির হোসেন, জামাল উদ্দিন, জিয়াউর রহমান, মোঃ খোরশেদ আলম, আশরাফুল ইসলাম ও ফারুক আহমেদ প্রমুখ।
গণসংযোগ শেষে প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ লক্ষীপুর চৌমুহনী জামে মসজিদে এশার নামাজে অংশ নেন এবং নামাজ শেষে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ–ইফতার ও দোয়া

কুমিল্লা–৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি পালন করছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন–উর–রশিদ ইয়াছিনের...

Read more
কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা, গণ–ইফতার

কুমিল্লা–৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি পালন করছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন–উর–রশিদ ইয়াছিনের...

Read more
কুমিল্লা-৬: হাজী ইয়াছিনের মনোনয়নের দাবীতে নারীদের নেতৃত্বে বিশাল বিক্ষোভ

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের...

Read more
কুমিল্লা-৬ এ মনোনয়ন নিয়ে অসন্তোষ, সড়ক অবরোধ-মর্শাল মিছিল

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন...

Read more
কুমিল্লা-৬ আসনে মনোনয়নবঞ্চনা: হাজী ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা...

Read more
Scroll to Top