
কুমিল্লা-২ আসনে (হোমনা-তিতাস) বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
সভায় বক্তব্য রাখেন মনোয়ার সরকার। তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে আমি নানা অত্যাচার, জুলুম ও হয়রানির শিকার হয়েছি। সেই সময় আমাকে দেশ ছেড়ে বিদেশে থাকতে হয়েছে। কিন্তু আমি দেশ ও দলের স্বার্থে ফিরে এসে পরিবর্তনের বাংলাদেশ গড়তে চাই।
তিনি জানান, আমি যদি কুমিল্লা-২ আসন থেকে নির্বাচিত হই, তবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলাকার মানুষের জন্য সার্বিক উন্নয়নমূলক কাজ করব। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি জনগণের পাশে দাঁড়াতে চাই।
মনোয়ার সরকার বলেন, ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে বিএনপি কাজ করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করব। আমি তাঁর নির্দেশনা মেনে মাঠে কাজ করছি এবং আগামীতে এই কাজ আরও বিস্তৃত করতে চাই।
তিনি দাবি করেন, ইতোমধ্যেই তিনি নিজের সংসদীয় আসনের মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন। “ভবিষ্যতেও আমি জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যেতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে এই এলাকার উন্নয়নের মাধ্যমে জাতীয় রাজনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারব।”
মতবিনিময় সভায় কুমিল্লার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মনোয়ার সরকার আরও বলেন, আওয়ামীলীগ দেশের গণতন্ত্রকে বিপর্যস্ত করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির দায়িত্ব আরও বেড়েছে। আমি নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে গড়ে তুলতে চাই, যাতে দেশনেত্রীর আদর্শে জনগণ তাদের প্রাপ্য অধিকার ফিরে পায়।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া গেলে তিনি গণসংযোগ, প্রচারণা এবং স্থানীয় পর্যায়ে দলকে ঐক্যবদ্ধ করে বিজয়ের জন্য কাজ করবেন। আর মনোনয়ন না পেলেও দলের হয়ে কাজ করবেন।
মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সত্য তুলে ধরবেন, এটাই আমার প্রত্যাশা। গণমাধ্যম সমাজের দর্পণ। আমি বিশ্বাস করি,সাংবাদিকরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সাহসী ভূমিকা রাখবেন।
ছবিঃ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকার।