আমি আমার আদর্শ থেকে সরে যাব না-হাজী ইয়াছিন

# কুমিল্লায় নেতাকর্মীদের ফেসবুক প্রোফাইল জুড়ে হাজী ইয়াছিন#

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

কেন্দ্রিয় বিএনপির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমার রাজনীতি শুরু থেকে আজ পর্যন্ত কোন অনৈতিক বা অবৈধ কোন কিছুর সাথে জড়ায়নি। আমাকে অনেকে বলেছে যে এভাবে রাজনীতি হবে না। কিন্তু আমি আমার আদর্শের বাইরে যেতে রাজি না। অনেকে বলেছে যদি এভাবে রাজনীতি করেন এক সময় আপনি ছিটকে পড়বেন। কিন্তু আমি তো রাজনীতি করি সত্যের জন্য। আমি রাজনীতি করি সুন্দরের জন্য, রাজনীতি করি নতুন প্রজন্মের জন্য। আমি ন্যায় ও সত্যের পক্ষে ছিলাম, আছি ,থাকবো।
হাজি ইয়াছিন আরো বলেন, আমার চ্যালেঞ্জ হলো আমি দেখি ন্যায় এবং সুন্দরকে নিয়ে কতটুক আগানো যায়। যদি সামনে এগিয়ে যেতে নাও পারি, তাহলে যে আমার প্রচেষ্টাটা ন্যায় থেকে সত্যের পথে থেকে সুন্দরের পথে থেকে একজন লোক এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এখান থেকে আমি মনে করি হয়তো আমার দেখা দেখি পরবর্তী প্রজন্ম থেকে আরো দুই একজন উঠে আসবে।
তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে কতটুকু সফলতা ব্যর্থতা আমি জানিনা তবে আমি আমার আদর্শ থেকে সরে যাব না।
তিনি আর বলেন রাজনৈতি অর্থ উপার্জনের জন্য নয়। যারা অর্থ উপার্জনের জন্য রাজনীতি করবে. ওই রাজনীতির জনগণের কল্যাণ আসবে না। ওইটাই জনগণের অকল্যান।
তিনি বলেন রাজনীতি হবে সমাজ সেবা। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। জিয়াউর রহমান যা করতেন আমি সেটা পরিপূর্ণ চিন্তা করি, ধারন করি। আমি জানি ভাল কাজ করতে গেলে হাজারো বাঁধা আসবে, তেমনি আমি এটাও জানি, সত্য সবসময় সত্য। হয়তো আমরা কিছু সময় সমস্যার মুখোমুখি হয়। কিন্তু একদিন সত্যের জয় হবে।
সেজন্য আমি সকল ঝড় ঝাপটা বিচলিত হইনা, এর কারণ আমি সত্যের পথে আছি সত্যের পথে থাকবো।
হাজী ইয়াছিন বলেন, নতুন প্রজন্মের কাছে আমরা অনেক আশাবাদী। তারা দেশপ্রেম বুঝে। সত্যিকার অর্থে যারা দেশ পরিচালনা করবেন। যার কাজ অর্থ উপার্জন নয় ,চাঁদাবাজি নয়, তাদের কাজ সমাজের কল্যাণ করা, মানুষের কল্যাণ করা, দেশের কল্যাণ করা।
তিনি বলেন সত্যের পথে আমি থাকার চেষ্টা করে যাব, হয়তো এক সময় আমি থাকবো না কিন্তু আমার পরবর্তীতে হয়তো এ রকম আরো কিছু লোক সৃষ্টি হবে। এটাই হবে আমার রাজনীতি করার বড় সার্থকতা।
এদিকে কুমিল্লায় নেতাকর্মীদের ফেসবুক প্রোফাইল জুড়ে হাজী ইয়াছিন এর ছবি বক্তব্যসহ নানা তাঁর বিগত দিনের নানা রাজনৈতিক কর্মকান্ডের নানা ছবি আপলোড করছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তি হয়েছে বেশ কিছুদিন হল। দুয়েকদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা হবে জানা গেছে। কে আসবে নতুন কমিটিতে তা নিয়ে বেশ সরব কুমিল্লার রাজনীতি। দুয়েকদিন ধরে নতুন আরেকটি ধারা পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াছিনের সমর্থনে তাঁর সমর্থিত নেতাকর্মীরা ফেসবুক প্রোফাইলে নিজেদের ছবি পরিবর্তন করে হাজী ইয়াছিনের ছবি আপলোড করেছে। নতুন কমিটিতে হাজী ইয়াছিনকে পুনরায় আহ্বায়ক হিসেবে দেখার জন্যই নেতাকর্মীরা এ পদক্ষেপ নিয়েছেন বলে একাধিক সূত্র জানায়। হাজী আমিন উর রশীদ ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, হাজী ইয়াছিন ভাই ক্লিন ইমেজের রাজনীতিবিদ। ৫ আগষ্টের পর অনেকের বিরুদ্ধে বাড়ি-ঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। কিন্তু সেখানে হাজী ইয়াছিন ভাই ব্যতিক্রম। যার বিরুদ্ধে একটাও অভিযোগ নাই। বিগত ১৫ বছরে দলের দুঃসময়ে তিনি সক্রিয় ছিলেন। নেতাকর্মীদের পাশে তিনিই ছিলেন। সুসময়ের পাখিদের দিয়ে যেন নতুন কমিটি না করা হয়। আমরা হাজী ইয়াছিনকে চাই। নতুন কমিটিতে নেতৃত্বে তিনিই থাকবেন । হাজী ইয়াছিনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিগত সময়ে যারা এমপি বাহারের সাথে তাল মিলিয়ে চলেছে, তারা হাজী ইয়াছিনকে বাদ দিতে ষড়যন্ত্র করছে। কুমিল্লার রাজনীতিতে হাজী ইয়াছিনের বিকল্প নাই। সকল ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে নেতা হাজী ইয়াছিনের ছবি দিয়েছি।
নেতাকর্মীরা জানান, হাজী ইয়াছিন নিজে তদারকি করে বিগত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীর আইনগত যত ঝামেলা ছিলো, জামিন করা থেকে জেলের ভিতরের যাবতীয় দেখা শুনা করতেন। অনেক কর্মীর বাড়িতে বাজার করে পাঠাতেন। প্রতিটি ঈদে নেতাকর্মীদের ব্যাক্তিগতভাবে খোঁজ খবর নিতেন। সহযোগিতা করতেন। জেলার সকল আন্দোলন সংগ্রামে ওনার সাহসী ভূমিকা নেতাকর্মীদের উৎসাহিত ও চাঙ্গা করতেন। গেল ছাত্র-জনতার আন্দোলন হাজী ইয়াছিনের নেতাকর্মীরা সবোর্চ ভূমিকা রেখেছেন। হাজী ইয়াছিনের শিল্প প্রতিষ্ঠানে কুমিল্লার হাজার হাজার নেতাকর্মীর পরিবারের সদস্য ও স্বজনকে চাকুরী দিয়ে তাদের পরিবারকে সচ্ছল রেখেছেন। ফলে বিএনপির সকল নেতাকর্মীসহ কুমিল্লার জনসাধারনের আস্থা বিশ্বাস ভরসা ও ভালবাসার প্রতিক হিসেবে হাজী ইয়াছিন পরিচিত মুখ। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ বাদ দিয়ে দলের পিছনে দিনের পর দিন অর্থ মেধা ও শ্রম দিয়ে গেছেন। কোনদিনও ক্ষমতার লোভ কাজ করেনি। ক্ষমতার স্বাদও নেননি। কুমিল্লাসহ দেশের প্রতিটি বন্যা কবলিত এলাকায় ছুটে গেছেন ত্রান সহায়তা নিয়ে। শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা আনুগত করে রাজনীতি করে গেছেন।
অনেকে ফেসবুকে লিখেছেন “আমার নেতা আমার অহংকার” হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাই মানে কুমিল্লার জাতীয়তাবাদী দলের একটি ইতিহাস,অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাস লিখে কিন্তু শেষ করা যায় না। তেমনি প্রিয় নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাই সম্পর্কে লিখে শেষ করা যাবে না। এমন একজন পরিচ্ছন রাজনীতিবিদ কুমিল্লার ইতিহাসে বিরল। এমন নেতাকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের নিন্দার ঝড় উঠেছে।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মেসার্স নিহা ব্রিকস চালু রাখতে হাইকোর্টের রুল ও স্থিতাবস্থা

কুমিল্লা চৌদ্দগ্রাম কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দিতে স্থাপিত মেসার্স নিহা ব্রিকস পরিচালনায় আইনগত কোন বাঁধা নেই। মেসার্স নিহা ব্রিকস এর স্বত্ত্বাধিকারী মো....

Read more
পদোন্নতি পেলেন মানবিক ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অভিনন্দনের জোয়ার

দেলোয়ার হোসাইন আকাইদ // চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে কুমিল্লা অঞ্চলে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসা ডা....

Read more
কুমিল্লার বাজগড্ডায় ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার জগন্নাথপুর বাজগড্ডা জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মাজিউন্নাবী (সা.) ও ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে এক ইমানি ও...

Read more
ভ্যানওয়ালার পক্ষে দাঁড়ানোই ‘অপরাধ’?— চাঁদাবাজ সাজিয়ে ব্যবসায়ীকে হয়রানি

কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় এক ব্যবসায়ী নেতার ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে অপর এক ব্যবসায়ীকে চাঁদাবাজ সাজিয়ে মিথ্যা মামলা ও অপপ্রচারের...

Read more
কুমিল্লায় নারীর ক্ষমতায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা ও সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিকাপুর কাজী বাড়ি মাঠে এক...

Read more
Scroll to Top