
দেলোয়ার হোসাইন আকাইদ \\
অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করতে “মানবিক কুমিল্লার”উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প। এই আয়োজনের মূল পৃষ্ঠপোষকতা করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক উদবাতুল বারী আবু।
শনিবার (১২ জুলাই) কুমিল্লা নগরীর ১নম্বর ওয়ার্ড বিষ্ণুপুর সরকারি বিদ্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ছিল—বিনামূল্যে চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা। এছাড়া বিনামূলে ক্যাম্পে চর্ম রোগ, শিশু ও চক্ষু রোগ, মেডিসিন ও সার্জারি, অর্থোপেডিক্স, নাক, কান ও গলা, গাইনী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন।
এ অঞ্চলের সাধারণ মানুষদের মাঝে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলে। সকাল থেকেই অসংখ্য রোগী চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করেন। অনেকেই বলেন, বর্তমানে চিকিৎসা খরচ যখন সাধারণ মানুষের নাগালের বাইরে, তখন মানবিক কুমিল্লার এমন উদ্যোগ যেন এক আশীর্বাদ।
মানবিক কুমিল্লা চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, “এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।”এছাড়া তিনি জানান, ভবিষ্যতে কুমিল্লার প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এমন আরও ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ছবিঃ মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।