কুমিল্লার পদুয়ার বাজার ওয়ালটন প্লাজার পন্য খালাসী তাজুল ইসলাম এর মৃত্যুতে তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা।
সোমবার দুপুরে ওয়ালটন প্লাজা কুমিল্লার পদুয়ার বাজার শাখার আয়োজনে অসহায় পরিবারকে তিন লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন, দীঘিরপাড় টিআই কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহেরদ, সদর দক্ষিন উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, সদর দক্ষিন মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক নির্মল, পদুয়ার বাজারের বিশিষ্ট্য সমাজ সেবক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ কামাল হোসেনসহ অন্যরা।
এসময় ওয়ালটন প্লাজার পক্ষে উপস্থিত ছিলেন ডিভিশন ৫ এর সিডিও মীর মোঃ গোলাম ফারুক, ডিসিএম মোমেনুল হক, কুমিল্লা এরিয়ার আরএসএম মোঃ রায়হান কবির, আরসিএম মোঃ মিজানুর রহমান, ওয়ালটন প্লাজা পদুয়ার বাজার এর ম্যানেজার মোঃ রাকিবুল হাসান, নিহতের স্ত্রী রোজিনা আক্তারসহ অন্যরা।
জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার আইশপাড়া ইউনিয়নের শালিপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম। গেল প্রায় ৪ মাস আগে শাররিক অসুস্থতাজনিত কারনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরন করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু ছেলে রেখে যান।
তাজুলের স্ত্রী রোজিনা আক্তার জানান, আমার স্বামী ওয়ালটন প্লাজায় পন্য খালাসীর কাজ করতো। এ দিয়ে আমাদের পরিবার চলতো। একদিন কাজের সময় অসুস্থ হয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ফলে আমরা খুবই অসহায় হয়ে পড়ি। আমাদের এমন দুঃসময়ে ওয়ালটন কতৃপক্ষ আমাদের পাশে দাড়িয়েছে। আমরা এ জন্য ওয়ালটনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ওয়ালটন প্লাজা পদুয়ার বাজার শাখার ম্যানেজার মোঃ রাকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে তাজুল ইসলাম আমাদের বিভিন্ন প্লাজায় পন্য খালাসীর কাজ করতো। সে মারা যাওয়ায় পরিবারটি খুবই অসহায় হয়ে পড়ে। আমরা মানবিক দিক বিবেচনা করে বিষয়টি কতৃপক্ষকে জানাই। পরে কোম্পানীর পক্ষ থেকে তাঁর পরিবারকে তিন লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়।
ছবিঃ ওয়ালটন প্লাজা কুমিল্লার পদুয়ার বাজার শাখার আয়োজনে তাজুলের পরিবারকে তিন লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান।