কুমিল্লায় চাঁদার দাবীতে প্রবাসীর বাড়িতে হামলা; মানববন্ধনে বিচার চাইলেন গ্রামবাসী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

কুমিল্লার বুড়িচং উপজেলার বাহারীপাড়া এলাকায় চাঁদার দাবিতে স্পেন প্রবাসী নজরুল ইসলাম এর চাচা শাহজাহান এর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বহারীপাড়া এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানায়, ঈদের আগের রাতে পার্শ্ববর্তী লোধন গ্রাম থেকে মামুন, মাসুদুর রহমান ও আব্দুল আলীমের নেতৃত্বে ২০ থেকে ২২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওই প্রবাসীর বাড়িতে হামলা করতে যায়।
এসময় স্থানীয় আব্দুল জলিল তাদেরকে বাধা দিলে হামলাকারীরা আব্দুল জলিলকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় প্রবাসী নজরুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা লিটন ঘোষ জানান, এ মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
এদিকে মানববন্ধন থেকে গ্রামবাসীরা আসামীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজী বাচ্চু মিয়া, মিজানুর রহমান মাস্টার, নজরুল ইসলাম বাবুল, হারেজ আহমেদ, জুলাশ আহম্দ, খালেক ডিলার, শফিকুর রহমান, আমির হোসেন, আর্মি আব্দুল মালেক, রফিকুল ইসলাম, হাজী আব্দুল জলিল, আবদু মিয়া, মামুন মিয়া, আব্দুল মতিন, রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটি গঠন

কুমিল্লার বুড়িচং উপজেলার চারটি ইউনিয়ন ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ে আলাদা ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবীতে “ময়নামতি...

Read more
‘ময়নামতি উপজেলা’ বাস্তবায়ন দাবী

বুড়িচং উপজেলার চারটি ইউনিয়ন ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ে আলাদা ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবী জানানো হয়েছে।...

Read more
সিসিএন ভলান্টিয়ার সার্ভিস ক্লাবের সভাপতি বশির, সেক্রেটারি বাকির

সিসিএন ভলান্টিয়ার সার্ভিস ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বশির আহম্মেদ।  জেনারেল সেক্রেটারি...

Read more
সচেতনতা না বাড়ালে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল বাস্তবায়ন কঠিন -জেড এম মিজানুর রহমান

উপজেলায় পযায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ...

Read more
কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ...

Read more
Scroll to Top