কুমিল্লার বুড়িচং উপজেলার বাহারীপাড়া এলাকায় চাঁদার দাবিতে স্পেন প্রবাসী নজরুল ইসলাম এর চাচা শাহজাহান এর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বহারীপাড়া এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানায়, ঈদের আগের রাতে পার্শ্ববর্তী লোধন গ্রাম থেকে মামুন, মাসুদুর রহমান ও আব্দুল আলীমের নেতৃত্বে ২০ থেকে ২২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওই প্রবাসীর বাড়িতে হামলা করতে যায়।
এসময় স্থানীয় আব্দুল জলিল তাদেরকে বাধা দিলে হামলাকারীরা আব্দুল জলিলকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় প্রবাসী নজরুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা লিটন ঘোষ জানান, এ মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
এদিকে মানববন্ধন থেকে গ্রামবাসীরা আসামীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজী বাচ্চু মিয়া, মিজানুর রহমান মাস্টার, নজরুল ইসলাম বাবুল, হারেজ আহমেদ, জুলাশ আহম্দ, খালেক ডিলার, শফিকুর রহমান, আমির হোসেন, আর্মি আব্দুল মালেক, রফিকুল ইসলাম, হাজী আব্দুল জলিল, আবদু মিয়া, মামুন মিয়া, আব্দুল মতিন, রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com