স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর পর্যন্ত যারা বাংলাদেশ চাননি তাদের হাতে বাংলাদেশ ছিলো। যার ফলশ্রতিতে বাংলাদেশের মানুষের আকাঙ্খা ও স্বপ্ন পূরন হয়নি। বঙ্গবন্ধ কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পর ভিক্ষুকের জাতির বদনাম ঘুছিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদার সাথে টিকে আছে।
আজ রোববার সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের উদ্ধোধন করেন কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি। রাফি। সম্মানী অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র লীগের উপ অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবির দিপু, প্রধান বক্তা ছিলেন দঃ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইসরাফিল পিয়াস।
মন্ত্রী আরো বলেন, ছাত্র জীবন হলো প্রতিটি মানুষের পুরো জীবনের ফাউন্ডেশন। এটাকে যেভাবে তৈরি করবে,জীবনটাও সেভাবে সাজবে। ছাত্রলীগ হলো মেধাবী শিক্ষার্থীদের সংগঠন। তাই ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে কেউ তোমাদের থামিয়ে রাখতে পারবে না।
তিনি বলেন -ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক রাজনীতি করতে হবে। কেননা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বর্তমানে সারা বিশ্ব এগিয়ে যাওয়ার মিশনে অনুস্মরণ করছে।
তিনি আরো বলেন- আগামী দিনে সম্বৃদ্ধ ছাত্র লীগ গঠন করতে যারা কাজ করবে,আমরা সকলে মিলে তাদেরকে নতুন নেতৃত্বে আনতে চাই। ভুল থেকে সংশোধিত হয়ে এগিয়ে যেতে হবে।
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের পরিচালনায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরীসহ সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্ত বক্তব্য দেন।
সম্মেলনে শেষে ফয়সাল মাহমুদ ফাহাদকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
ছবিঃ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।