কুমিল্লায় কোটা আন্দোলনকারীরা কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে। এসময় পুলিশের সাথে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। দাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ টিয়ারশেল ও কয়েকশত ফাঁকাগুলি ছুড়ে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই কোটবাড়ি এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থানীয় কোটবাড়ি সড়ক অবরোধ করে রাখে। পরে বেলা সাড়ে ১২ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবস্থান নেয়। বেলা ১ টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও ফাঁকাগুলি ছুড়ে। এসময় পুলিশকে লক্ষ করে শিক্ষার্থীরা ইট, পাথর নিক্ষেপ করতে থাকে। ঘন্টাব্যাপী দাওযা পাল্টা ধাওয়ায় পুলিশ টিয়ারশেল ও কয়েকশ ফাঁকাগুলি ছুড়ে। এসময় প্রায় ১৫ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়। ধাওয়াপাল্টা ধাওয়া শিক্ষার্থীরা মহাসড়ক থেকে কিছুটা পিছু হটলেও পূনরায় মহাসড়ক দখলে নেয়। দুপুর আড়াইটা পযন্ত পুলিশের সাথে থেমে থেমে সংঘর্ষ চলছে কোটা আন্দোলনকারীদের সাথে।
এদিকে শহর ও বিভিন্ন স্থান থেকে কোটা আন্দোলনকারীরা কোটবাড়ি অভিমুখে রওনা করলে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা পথে বাধা দিয়েছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের।
এদিকে কোটবাড়ি ও আশে পাশের এলাকায় বিদ্যুৎ ও মোবইল ইন্টারনেটসেবা বন্ধ রয়েছে।
ছবিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় পুলিশের সাথে কোটা আনেআদলনকারীদের সংঘর্ষে ।-ছবি সংগৃহিত
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘যারা ফ্যাসিবাদের সুযোগ নিয়ে চাঁদাবাজি করছেন। তাদের স্পষ্ট করে বলতে চাই,...
Read more