
কাপনের কাপড়ের অবরণে, আবার কেউ শরীরে শিকল বেধেঁ , আরইবি নিপাত যাক, পল্লী বিদ্যুৎ মুক্তি পাক। বিআরইবি নিপাত যাক, দূর্ঘটনা মুক্তি পাক। চাকুরী নিয়মিত করণসহ বিভিন্ন শ্লোগন সম্মলিত প্রে-কার্ড হাতে নিয়ে প্রতিবাদ সভা করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ বিভিন্ন দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
বুধবার (০৩ জুলাই) সকাল থেকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পাশে অবস্থিত পল্লী বিদ্যুৎ-২ কার্যালয়ের সামনে তারা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন
প্রতিবাদ সভায় বক্তব্য দেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এজিএম মোঃ শহীদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এজিএম মোঃ রায়হান, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লাইন শ্রমিক রাশেদ আলমসহ অন্যরা।
অভিন্ন সার্ভিস কোডসহ বিআরইবি এবং ৮০ টিপিবিএসকে একই প্রতিষ্ঠানে রুপান্তর করা , সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিত করার দাবি জানিয়ে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের কোনো স্থান নাই। একই দেশে দুই আইন থাকতে পারে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড অবশ্যই প্রয়োজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরতরা। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।
ছবিঃ কাপনের কাপড়ের অবরণে, আবার কেউ শরীরে শিকল বেধেঁ পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি।




