কুমিল্লায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদীচী শিল্পীগোষ্ঠীর কুমিল্লা জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শেখ ফরিদ আহমেদ এর সভাপতিত্বে সভায় আলোচনা করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব, উদীচী জেলা কমিটির উপদেষ্টা প্রদীপ সাহা, বিশিষ্ট সংগীত শিল্পী বাবুল কৃষ্ণ বিশ্বাস প্রমূখ,
আলোচনা সভায় বক্তারা উদীচী শিল্পী গোষ্ঠীকে গণমানুষের সংগঠন হিসেবে উল্লেখ করে সব সময় শোষিত নিপীড়িত ও গনমানুষের পক্ষে কথা বলা এবং মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে বলে অভিমত ব্যক্ত করে।
আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করেন শ্রাবন সাহা, মৌমিতা,স্নেহা,আবির, নিহারিকা দাস, হাসিনা আক্তার, মহসিন, খুলনা শাখার যুগ্ন আহবায়ক শান্তি রঞ্জন সূত্রধর, ওস্তাদ বাবুল কৃষ্ণ বিশ্বাস।
পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় সবশেষে উদীচীর দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রোমানা রুমি এবং সহযোগিতায় হোসেন মাহমুদ।
বুড়িচং উপজেলার চারটি ইউনিয়ন ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ে আলাদা ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবী জানানো হয়েছে।...
Read more