বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির নাট্যসচিব ও ভারতের দক্ষিণবঙ্গ সংসদের সভাপতি তাপেশ বন্দ্যোপাধ্যায় প্রয়াতে শোক জ্ঞাপন করেছে সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটি। বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য ও মহাসচিব কাজী মাহতাব সুমন এক শোক বার্তা দিয়েছেন।
শোক বার্তায় তারা উল্লেখ করেন তাপেশ বন্দ্যোপাধ্যায় মত গুণী শিল্পীর প্রয়াতে বিশ্বে বাংলা ভাষা ভাষীদের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলা সংস্কৃতি রক্ষা প্রচার প্রসারে তাঁর ভূমিকা ছিলো অপরিসীম। শত ব্যস্ততা, শারীরিক অসুস্থতা নিয়েও তিনি বাংলা বলয়ের প্রতিটি পদক্ষেপে, অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। তাঁর ভূমিকার জন্য তাকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাঁর এই চলে যাওয়ায় আমরা শোকাহত। দেশে ও দেশের বাইরে যারা সকল বাংলা ভাষীরা শোকাহত। তার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
শোক প্রকাশ করেন বাংলা বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সহ সভাপতি হলেন, কাজল অধিকারী, মনোরঞ্চন দেব, ইমদাদুল হক, দীপক চন্দ্র ঘোষ, মানসী সাধু, সহ- মহাসচিব দেবাসীস ভট্টাচার্য, ডা. জেসমীন বুলী, এস এ এম আল মামুন,সচিব (সংঙ্গীত) অনিন্দিতা রায়, সচিব (নৃত্য) পূর্ণশ্রী ঘোষ, সচিব (বাচিক) সুবর্ণা চৌধুরী, সচিব (চিত্র ও ভাস্কর্য) রুবেল কুদ্দুস, সাংগঠনিক সচিব সাত্বত লোধ, কোষাধক্ষ্য মোঃ আল-আমিন, বিশ্ব কমিটির নির্বাহী সদস্য ও ঢাকা সংসদের সভাপতি শহিদুল হাসান খোকন, বিশ্ব কমিটির নির্বাহী সদস্য ও সিলেট সংসদের আহবায়ক দেবদাস চৌধুরী, বিশ্ব কমিটির নির্বাহী সদস্য বাপ্পা চক্রবর্তী, সৌরভ ঘোষ, কৌশিক বন্দোপাধ্যয়, সুব্রত দেবনাথ, ড. মোঃ শেখ সাদী, সৈয়দ ফয়সাল আহসান, দেলোয়ার হোসেন জাকির, দেলোয়ার হোসাইন আকাইদ, কামাল হোসেন ও শাহ মুজিবুল হকসহ বিভিন্ন সংসদের নেতৃবৃন্দ।
সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির নাট্যসচিব তথা দক্ষিণবঙ্গ সংসদের সভাপতি তাপেশ বন্দ্যোপাধ্যায় আজ বুধবার (৩ জুলাই) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের প্রয়াত হয়েছেন। ২০২২ সাল থেকে তিনি বাংলা সংস্কৃতি বলয়ের সাথে যুক্ত হয়েছিলেন। দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া ইত্যাদি অঞ্চলে বাংলা সংস্কৃতি বলয়ের কাজকর্ম পরিচালনা করতেন তিনি। অতি সম্প্রতি তপেশ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাঁকুড়াতে বাংলা সংস্কৃতি বলয়ের সংসদ তৈরি হয়েছে। ২০২২ সালে ভগৎ সিং যুবা বাসে বাংলা সংস্কৃতি বলয়ের সাংগঠনিক কর্মশালায় তিনি অংশ নিয়েছিলেন। রক্তদান করা ছিল তাপেশ বন্দ্যোপাধ্যায়ের নেশা। গত পরশুদিনও তিনি রক্তদান করেছেন। এই নিয়ে ৮৮ বার তিনি রক্ত দিয়েছেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। প্রখ্যাত নাট্য শিল্পী ও সমাজকর্মী তপেশ বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে গভীর শোক ব্যাপ্ত করছে বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটি। – সংবাদ বিজ্ঞপ্তি
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে হাজারও ফিলিস্তিনি হজ পালন করতে গেলেও অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কোনো ফিলিস্তিনি এবার হজে যেতে...
Read more