
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের যে পরিবার আছে, তাদের শুধু যথাযথ মযার্দা নয়,তাদের যে অধিকার ও পূর্ণবাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে।
তিনি বলেন, জুলাই আগষ্ট এর বিপ্লবের যে ফলাফল, ফসল সেটাকে ধরে রাখতে হবে। সে ফসল আমাদের গোলায় তুলতে হবে। ফসল হয়েছে মাঠে ফেলে রেখে আসলে চলবে না।
তিনি বলেন, বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র, ক্ষমতার যে রাজনীতি, মানুষকে শোষন ও শাসন করার যে রাজনীতি তার গুণগত পরিবর্তন করতে হবে।
তিনি আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেন, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি, তারাই রাষ্ট্র পরিচালনা হকদার, এবং সেই ব্যবস্থাই করতে হবে। অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না। এজন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা একটি দেশ ও বিরোধী এবং ৫ আগষ্টের চেতনা বিরোধী একটি তৎপরতা হিসেবে এ জাতি গ্রহণ করবে।
তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠ করার জন্য গুণগত পরিবর্তন আনার কতিপয় সংস্কারের প্রয়োজন। তবে ন্যায়সঙ্গত যতটুকু সময় প্রয়োজন এর মধ্যেই একটি সুষ্ঠ নির্বাচন দিতে হবে।
কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ.টি.এম মাছুম।
মহানগরী জামায়াতে সেক্রেটারী মু.মাহবুবর রহমান ও সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মু. আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এড. মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, মোশারফ হোসাইন, অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, ডাঃ শফিকুর রহমান পাটোয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহবায়ক আবু রায়হানসহ শহীদ পরিবারের সদস্যরা।
বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে ঢাকা জাতীয় প্রেসক্লাবে উদ্যোগে ২৪শের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত “দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা ” স্মারকের মোড়ক উন্মোচন করেন জামাতের কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান। এ উপলক্ষে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর টাউন হল মিলনায়তনে শহীদ পরিবার, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্খীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে।