
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকেরা। সোমবার রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে হাজারো নেতাকর্মী কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
রাত সাড়ে ১০টার দিকে কান্দিরপাড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটিকে তারা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ দাবি করে জানান, এ সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছেন।
বিক্ষোভকারীরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা হাজী ইয়াছিনের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, দলের দুঃসময়ে তার ভূমিকা, কর্মীদের পাশে থাকার নানা স্মৃতি ও বক্তব্যসহ পোস্ট দিচ্ছেন। তারা মন্তব্য করছেন, “হাজী ইয়াছিনই দুঃসময়ের কান্ডারি, এমন নেতাকে বঞ্চিত করা অন্যায়”।
কয়েকজন স্থানীয় নেতা জানান, বিগত ১৫ বছরে দুঃসময়-দমন-পীড়নের সময় হাজী ইয়াছিন নিয়মিতভাবে নেতাকর্মীদের পাশে থেকেছেন। শত শত মামলায় আইনি সহায়তা, পরিবারের খোঁজ-খবর রাখা, চিকিৎসা-খরচ বহন, ঈদসহ বিশেষ সময়ে সহযোগিতা—তিনি ব্যক্তিগত উদ্যোগে করে আসছেন। আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা নেতাকর্মীদের সবসময় উজ্জীবিত করেছে বলেও তাদের দাবি।
তাদের আরও অভিযোগ, যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাহারের সাথে তাল মিলিয়ে চলেছেন—তাদের ইন্ধনে একটি মহল হাজী ইয়াছিনকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে। নেতাকর্মীদের দাবি, “কুমিল্লার রাজনীতিতে হাজী ইয়াছিনের বিকল্প নেই।”
হাজী ইয়াছিনের শিল্প-প্রতিষ্ঠানে কুমিল্লার বিএনপির অসংখ্য নেতাকর্মীর স্বজন কর্মরত আছেন—যা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বড় ভূমিকা রেখেছে বলেও জানান নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পোস্টে লেখা হচ্ছে—“আমার নেতা, আমার অহংকার—হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি কেবল নেতা নন, কুমিল্লার জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস।”
নেতাকর্মীদের ভাষ্য—এমন একজন পরিচ্ছন্ন ও নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্বকে মনোনয়ন না দেওয়া হতাশাজনক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান এবং প্রয়োজনে কর্মসূচি কঠোর করার হুমকি দেন।
ছবিঃ আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে হাজী ইয়াছিনের সমর্থকরা।




