
কুমিল্লার জনপ্রিয় রাজনীতিবিদ ও তারুণ্যের প্রতীক হিসেবে পরিচিত নিজাম উদ্দিন কায়সারের জন্মদিন ছিলো ৩১ অক্টোবর। জন্মদিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের শুভেচ্ছা ও স্মৃতিচারণে দিনজুড়ে সরব ছিল ফেসবুক। ব্যক্তিগত টাইমলাইনসহ বিভিন্ন সংগঠনের পেজে তার অতীত রাজনৈতিক ভূমিকা, দলীয় দুঃসময়ে ভূমিকা এবং ব্যক্তিগত সততা নিয়ে প্রশংসাসূচক পোস্ট দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
বিগত রাজনৈতিক পরিস্থিতিতে কারাবরণ, জেল-জুলুম ও নির্যাতনের সময়কার ছবি, মামলার কাগজপত্র, গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন মুহূর্তের স্মৃতি তুলে ধরে নেতাকর্মীরা কায়সারকে “তারুণ্যের অহংকার”, “কুমিল্লার আস্থার প্রতীক”, “কান্ডারী নেতা” বলে উল্লেখ করেছেন। কেউ কেউ তার সাথে তোলা পুরোনো ছবি পোস্ট করে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে তার ভূমিকার কথাও স্মরণ করেছেন।
নেতাকর্মীদের মন্তব্যে উঠে আসে, রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি এলাকায় অবস্থান করে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। মামলা, নির্যাতন ও দুঃসময়ে কায়সার শতশত নেতাকর্মীর মামলার দেখভাল করেছেন আদালতের বারান্দায় দাঁড়িয়ে। একইসাথে কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেওয়া, অসুস্থ পরিবারের সদস্যদের সহযোগিতা এবং মৃত্যুবরণকারী নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর স্মৃতিও উঠে এসেছে শুভেচ্ছা বার্তায়।
অনেকে উল্লেখ করেছেন—৫ আগস্ট পরবর্তী সময়সহ বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় যখন অনেকের বিরুদ্ধে সম্পত্তি দখল ও অনিয়মের অভিযোগ উঠেছে, সেখানে নিজাম উদ্দিন কায়সারের বিরুদ্ধে কোনো ধরনের অসদাচরণের অভিযোগ শোনা যায়নি। নেতাকর্মীদের ভাষায়, তিনি “ক্লিন ইমেজের রাজনীতিবিদ” হিসেবে পরিচিত।
নেতাকর্মীদের শুভেচ্ছা বার্তায় তার ছাত্ররাজনীতি থেকে উঠে আসা সংগ্রামী জীবন ও সাংগঠনিক দক্ষতার কথা উল্লেখ করা হয়। বিভিন্ন পর্যায়ে তিনি দায়িত্ব পালন করেছেন— তিনি সাবেক সভাপতি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল, সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল,প্রতিষ্ঠাতা সভাপতি, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দল, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ), কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির দায়িত্ব পালন করেন। দীর্ঘ দুই দশকের রাজনৈতিক জীবনে তিনি ছাত্ররাজনীতি থেকে উঠে এসে কর্মী তৈরির কারিগর হিসেবে পরিচিতি পেয়েছেন বলেও জানান নেতাকর্মীরা।
নেতাকর্মীদের বার্তায় বলা হয়—
“কুমিল্লার জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক, জনতার নেতা নিজাম উদ্দিন কায়সার ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন। তার নেতৃত্বে এগিয়ে যাবে মানবিক ও নীতিনিষ্ঠ রাজনীতি।”
অনেকেই ফেসবুকে লেখেন—
“দলের দুঃসময়ে যিনি শত-সহস্র কর্মীকে ধরে রেখেছেন, অনুপ্রাণিত করেছেন, তিনি-ই আমাদের ভরসা। সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
জন্মদিন উপলক্ষে যুব ও তরুণ কর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ভবিষ্যৎ নেতৃত্বে আরো শক্তিশালী ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
নিজাম উদ্দিন কায়সার হলো সেই নাম—যিনি ক্ষমতার উচ্ছ্বাসে নয়, প্রতিকূলতার আঁধারে থেকেও মানুষের পাশে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন।
সময়ের স্রোতে যারা টিকে থাকেন, তারা শুধু রাজনীতি করেন না—মানুষ গড়েন।
কায়সার সেই দলেই একজন পথিকৃৎ।
নেতাকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা আর আস্থায় তিনি ইতোমধ্যেই কুমিল্লার রাজনীতিতে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।




