
কুমিল্লা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এবার ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ‘মানবিক কুমিল্লা’। সংগঠনটি কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে।
বুধবার (২ জুলাই) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই এমদাদসহ অন্যান্য কর্মকর্তা, কুমিল্লা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. রিয়াজ, ছাত্রদল নেতা সোলেমান মুন্সি এবং মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, “যেখানেই যানজট, সেখানেই কাজ করবে মানবিক কুমিল্লা।” তারা আরও বলেন, ভবিষ্যতে কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে একটি নির্দিষ্ট স্বেচ্ছাসেবী টিম নিয়মিতভাবে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করবে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ। তারা যানজট নিরসনে এমন সম্মিলিত প্রচেষ্টাকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানান।
ছবিঃ কুমিল্লায় যানজট নিরসনে ‘মানবিক কুমিল্লা’র স্বেচ্ছাসেবী কার্যক্রম উদ্ধোধন।
# দেলোয়ার হোসাইন আকাইদ
কুমিল্লা, ০১৭১১-৫৮৬৬৫১