কুমিল্লায় উদীচীর ৫৭ বছরের পথচলাঃ সাংস্কৃতিক চেতনায় আলো ছড়ানোর এক বিকেল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী—সংস্কৃতি চর্চার মাটিতে দাঁড়িয়ে মানুষের মুক্তির স্বপ্ন দেখানো একটি নাম। শিল্প-সংস্কৃতির মাধ্যমে বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের যে স্বপ্ন নিয়ে ৫৭ বছর আগে উদীচীর জন্ম, সেই চেতনাকেই নতুন করে ধারণ করল কুমিল্লা। প্রতিষ্ঠা বার্ষিকীর সোনালি বিকেলে কবি নজরুল ইনস্টিটিউটের মিলনায়তনে আলো, গান, নাচ আর বক্তব্যে মুখরিত হয়ে উঠেছিল পরিবেশ।
গত বুধবার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটায় উদীচী কুমিল্লা জেলা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক কাকলি দত্ত। তিনি উদীচীর দীর্ঘ পথচলার কথা তুলে ধরে বলেন—মানবিক সমাজ, অসাম্প্রদায়িক চিন্তা আর প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পথেই চলতে চায় উদীচী কুমিল্লা।
অনুষ্ঠানে একে একে শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন কুমিল্লা উদীচীর উপদেষ্টা, বিশিষ্ট গবেষক ড. আলী হোসেন চৌধুরী, উদীচীর উপদেষ্টা ও সচেতন রাজনৈতিক ফোরামের আহ্বায়ক ড. শাহ মুহাম্মদ সেলিম, উদীচীর প্রাক্তন সদস্য ও নাট্য সংগঠক শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ শফিকুল ইসলাম, সচেতন রাজনৈতিক ফোরামের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, প্রফেসর নিখিল চন্দ্র রায়, উপদেষ্টা রোটারিয়ান প্রদীপ সাহা, জাসাস কুমিল্লার যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুমিল্লার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বিনয় সাহিত্য সংসদের সভাপতি ও সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব, কবি আব্দুল কাইয়ুম, বিপ্লব মজুমদার, জুনায়েদ রায়হান, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপক মামুনুর রশিদসহ অনেকে।
বক্তারা উদীচীর প্রতিষ্ঠালগ্নের সংগ্রামী ইতিহাস, শ্রমজীবী–মেহনতি মানুষের অধিকার আদায়ের সাংস্কৃতিক লড়াই, প্রগতিশীল সমাজ বিনির্মাণে সংগঠনের ভূমিকা এবং অসাম্প্রদায়িক চেতনার গুরুত্বের কথা তুলে ধরেন। সমাপনী বক্তব্যে জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ অতিথি, শিল্পী ও অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল সাংস্কৃতিক পরিবেশনা। মঞ্চে গান, নাচ আর আবৃত্তির মেলবন্ধনে দর্শকদের মোহিত করে তোলেন শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন—রত্না সাহা, নীহারিকা দাস, শিল্পী দত্ত, বীনা সাহা, সুবর্ণা সাহা, প্রিয়াঙ্কা সাহা, আরাধ্যা দে, মো. আফসার আবীর, মো. সালে মুসা, আতাউর রহমান, মো. ওমর ফারুক, সঞ্চিতা দে, শিবানী ঘোষ, বিলাসী সাহা, স্নেহা দে এবং উদীচীর অন্যান্য শিল্পীবৃন্দ।
নৃত্যে সৌন্দর্যে ভরিয়ে দেন অভয়া দত্ত শ্রী, অহনা সাহা এবং উদীচীর নৃত্যশিল্পীরা। নৃত্য পরিচালনায় ছিলেন অভিজিৎ সাহা।
অনুষ্ঠানটি সুন্দরভাবে এগিয়ে নিতে উপস্থাপনায় ছিলেন রোমানা রুমি এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাম আল মামুন ও হোসেন মাহমুদ।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় সংবর্ধনা

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নবনিযুক্ত মহাপরিচালক ও খ্যাতনামা কবি রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার (২৫...

Read more
ধ্রুবতারার রজতজয়ন্তী উদযাপনঃ অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ গীতি-নৃত্যালেখ্য

সংস্কৃতি চর্চার ধারাবাহিকতাকে অব্যাহত রেখে কুমিল্লার অন্যতম শীর্ষ সাংস্কৃতিক সংগঠন “ধ্রুবতারা” উদযাপন করল তাদের গৌরবময় রজতজয়ন্তী। শনিবার (১৩ সেপ্টেম্বর ) জেলা শিল্পকলা...

Read more
আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন

কুমিল্লায় আবৃত্তিচর্চার অগ্রদূত সংগঠন আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট...

Read more
আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমনের ‘ প্রিয় ১০০ আবৃত্তির কবিতার ‘ পাঠ উন্মোচন

বরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন সম্পাদিত ' প্রিয় ১০০ আবৃত্তির কবিতা ' পরিমার্জিত দ্বিতীয় সংস্করণের পাঠ উন্মোচন...

Read more
যাত্রিক প্রাজ্ঞজন সম্মাননা পেলেন বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন

কুমিল্লার প্রাচীনতম নাট্য সংগঠন যাত্রিক নাট্যগোষ্ঠির ৫০ বছরে পদার্পণ উপলক্ষে প্রাজ্ঞজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধায়...

Read more
Scroll to Top