তরুণদের প্রবল ইতিবাচক চিন্তাকে কাজে লাগানোর মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। এই চিন্তা-চেতনাকে দেশের কল্যাণে কাজে লাগাতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। সোমবার কুমিল্লার নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন তরুনদের আরো বেশি সামাজিক কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুনরা অতীত থেকে শিক্ষা নিতে হবে কারন তারা যেন ভবিষ্যতে দেশ জাতির কল্যানে সক্রিয় অংশ গ্রহন করতে পারে। এজন্য জনপ্রতিনিধি ও সামাজিক- রাজনৈতিক নেতৃবৃন্দ অবশ্যই সহযোগিতা করতে হবে। তরুনদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের ভবিষ্যৎ গঠনে উদ্যোগী হতে হবে।
অনুষ্ঠানের শুরুতে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন সম্পর্কে জানান ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিয়নাল ম্যানেজার আবুল বাশার। এসময় তিনি বলেন, আজকের তরুণদের নাগরিক ভাবনাই আগামীর দেশ গঠনে সহায়তা করবে। সকলের স্বাতন্ত্র চিন্তার মাধ্যমেই জিতে যাবে আমাদের দেশ।
অনুষ্ঠানে বিশেষ মতবিনিময়ে অংশ নেন ওয়াই ডব্লিউসি কুমিল্লার সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, জায়ান্ট মার্কেটার্স এর সি ই ও মাসুম বিল্লাহ এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল ফেরদৌস।
ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিক প্রত্যাশা তুলে ধরতে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচী পরিচালিত করছে। এছাড়াও ক্যাম্পেইনটির আওতায় ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।
অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ইন্টারেক্টিভ থিয়েটার, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রীল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহনকারীরা সমকালীন বিভিন্ন ইস্যুর সমাধান বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
কুমিল্লার অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন রংতুলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফ বাবু ও সমাজকর্মী ফারজানা নিশাত।
ছবিঃ সেমনিারে বক্তব্য দেন প্রধান অতিথি বিএনপির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।–আজকের পত্রিকা।
কুমিল্লা প্রেস ক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক আজকের জীবন কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক নেকবর হোসেন এর বাবা বিশিষ্ট সমাজসেবক...
Read more