
তৌহিদ হোসেন সরকার, কুমিল্লা
কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ ১৪ নভেম্বর শুক্রবার সারাদিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও শোকসভায় অংশ নেন। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বারপাড়ায় উঠান বৈঠকঃ বিকেল ৫টা ৩০ মিনিটে আদর্শ সদর উপজেলার বারপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শ্রীনিবাস পশ্চিম পাড়ায় মোশাররফ হোসেনের বাড়ির প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি ডা. জামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর মো. মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান।
এছাড়া ইউনিয়ন সেক্রেটারি মো. সেলিম, ওয়ার্ড সভাপতি মো. হাবিবুর রহমান, জামাল ইকবাল, মাহে আলম, মো. মিজানুর রহমান, মো. রাসেল, প্রচার সম্পাদক মো. রবিউল, আকবর হোসেন, আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আমীর মো. মিজানুর রহমান প্রশ্ন রাখেন—“বাস স্ট্যান্ড দখল করেছে কারা? টেম্পু স্ট্যান্ড দখল করেছে কারা?”
তিনি দাবি করেন, জামায়াতের কোনো কর্মী এসব কার্যক্রমে কখনো জড়িত হয়নি, এবং চাঁদাবাজদের চিনে রাখতে জনগণের প্রতি আহ্বান জানান। উপস্থিত জনতা তাঁর বক্তব্যে সম্মতি জানান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন—
“বিজয় দাঁড়িপাল্লারই হবে ইনশাআল্লাহ। ছাত্ররা চেয়েছিল পদত্যাগ, আর আল্লাহর ইচ্ছায় তা হয়েছে দেশত্যাগ। অন্যায়কারীরা আর ফিরতে পারবে না; জনগণ তাদের ফিরতে দেবে না। গণহত্যার দায়ে বিচার হবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন,“চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে যারা—তাদেরকে ভোট দেবেন না।
ন্যায় ও ইনসাফের পক্ষে অবিচল থাকলে পরকালীন মুক্তির আশা পাওয়া যায়। মানুষের সেবাই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”
অন্যান্য কর্মসূচিঃ এর আগে কাজী দ্বীন মোহাম্মাদ মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়ায় মো. আবুল কালামের ছেলে মো. রিয়াদ হোসেনের বৌভাতে অংশ নেন।
সন্ধ্যা ৭টায় বারপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মঙ্গল মোড়া দাখিল মাদরাসা মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক পোস্ট অফিস ইন্সপেক্টর মোহাম্মদ ইব্রাহীম খলিল।
সমাবেশে ইউনিয়ন সেক্রেটারি রাসেল মাহমুদ, ওয়ার্ড সভাপতি মাওলানা ইমাম হোসাইন, সেক্রেটারি নজরুল ইসলামসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। মো. নাজমুল হাসান, মাওলানা মামুন হোসাইন হাবিবী, আব্দুল কাদের সরদার, মো. আব্দুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রবাসীর জানাজায় অংশগ্রহণঃ একই দিন সকাল ১১টায় ২ নং চৌয়ারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হেমজোড়া গ্রামের প্রবাসী মো. শাহ আলমের জানাজায় অংশ নেন জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ।
গত ১০ নভেম্বর ভোরে দক্ষিণ আফ্রিকার কিং ভ্যালিতে ৫৮ বছর বয়সে শাহ আলম মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি মায়ের সঙ্গে শেষবার ৪১ মিনিট কথা বললেও অসুস্থতার কথা জানাননি।
৩৪ বছরের প্রবাস জীবনে তিনি কুয়েত, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকায় কর্মরত ছিলেন। তিনি মা, স্ত্রী, দুই ছেলে, দুই ভাইবোনসহ অসংখ্য স্বজন রেখে যান।
পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষ অংশ নেন। জানাজায় মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ, সদর দক্ষিণ উপজেলা আমীর মো. মিজানুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমীনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




