
মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকাল চারটা পযর্ন্ত কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা।
বিএসটিআই কুমিল্লা কার্যালয় জানায়, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে বরুড়ার কলেজ রোড এলাকায় অবস্থিত মেসার্স শ্যামল স্টোরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় বরুড়া বাজার এলাকায় অবস্থিত লোকনাথ ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ফেমাস সুপার শপকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বরুড়ার তলাগ্রাম এলাকায় অবস্থিত মিষ্টিমুখ নামক প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি পন্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফারমান্টেড মিল্ক পণ্য উৎপাদন বিক্রি ও বাজারজাত করে আসছিলো।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নু এমং মারমা মং এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লার কর্মকর্তা মোঃ ইকবাল আহম্মেদ, পরিদর্শক (মেট্রোলজি) মো: হাফিজুর রহমানসহ অন্যরা।
বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লার বরুড়া উপজেলার চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।
ছবিঃ কুমিল্লার বরুড়া উপজেলায় বিএসটিআই ও উপজেলা প্রশাসন এর যৌথ অভিযান।