
আমাকে কুমিল্লা গড়ার জন্য একটাবার সুযোগ দিন, আমি আপনাদের হতাশ করব না।
বৃহস্পতিবার বিকালে নগরীর পূবালী চত্ত্বরে নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, আপনাদের কাছ থেকে একটা ভোট ছাড়া আর কিছু চাই না। আমার ৬৩ বছরের রাজনীতিতে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশের আমল, বিএনপির আমল, জাতীয় পার্টির আমল, ফ্যাসিস্ট আমলের রাজনীতি পর্যালোচনা করে, দলের প্রতি আমার আনুগত্য, দেশের প্রতি চিন্তা, কুমিল্লা নিয়ে স্বপ্ন, ধানের শীষ নিয়ে দেশ গড়ার অঙ্গিকারে তারেক জিয়া আমাকে ধানের শীষ থেকে মনোনীত করেছে। সেজন্য দলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি আরো বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধে লোক পাঠিয়েছি, পরবর্তী ১৫ বছর দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে ফ্যাসিস্টদের বিরূদ্ধে আমি আমার পরিবার নিয়ে লড়াই করেছি। তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমি বিএনপিতে যোগ দিয়েছি।
তারেক রহমান বলেছিল, এই দেশের জন্য যুগে যুগে অনেক মহানায়ক জীবন দিয়েছে। আমার বাবাও জীবন দিয়েছে, আমিও সেই রাস্তা বেছে নিলাম। সেই বক্তব্যের পর আমি তারেক জিয়াকে আমার নেতা হিসেবে মেনে নিয়েছি। আমি সহজ ভাষায় বলতে পারি, তারেক জিয়া যতদিন আছে দেশ পথ হারাবে না।
মনিরুল হক চৌধুরী বলেন, এই কুমিল্লায় ১৫ বছরে ফ্যাসিস্ট আমলে কোন উন্নয়ন হয় নাই। সিটি করপোরেশন, জেলা পরিষদ কোথাও স্থানীয় নিয়োগ হয় নাই, তাহলে উন্নতি হবে কিভাবে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাঁর পক্ষে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আজই মাঠে নেমে পড়ুন।
মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাইমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবরক আহ্বায়ক তোফায়েল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব ফায়াজ রশিদ প্রিমু, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, যুবদল নেতা সোহেল মজুমদার প্রমুখ।




