
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা সমবায় অফিসার মো. সালমান ইকবাল এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে সমবায় একটি কার্যকর মাধ্যম।
আলোচনায় সমবায় খাতকে সমৃদ্ধ করতে সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, নারী ও তরুণদের সম্পৃক্তকরণ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে আই আর আহমেদ আশিক শাহিন সহ পাঁচটি সফল সমবায় সংগঠন ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ছবিঃ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা।




