হাসপাতাল থেকে কবিরাজের কাছে, ‘পানপড়া’ খেয়ে মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

কুমিল্লায় সাপে কামড় দেওয়া এক গৃহবধূকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসাকালীন রোগীকে বাঁচানোর নিশ্চয়তা চায় স্বজনেরা। কর্তব্যরত চিকিৎসক তাদের ধৈর্য ধরতে বলেন এবং পুরো চিকিৎসা শেষ করার সময় চান। কিন্তু স্বজনেরা এর মাঝেই রোগীকে জোর করে নিয়ে যান কবিরাজের কাছে। সেখানে খাওয়ানো হয় পানপড়া। তাতেও কাজ না হওয়ায় ফের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। 
কুমিল্লার হোমনা উপজেলার গোয়ারি ভাঙা এলাকায় এ ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে নিজ বাড়িতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় গৃহবধূকে সাপ ছোবল দেয়। তবে সাপটিক কোন প্রজাতির তা জানাতে পারেনি কেউ। 

নিহত গৃহবধূর নাম তানজিনা আক্তার (২৮)। তিনি হোমনা উপজেলার গোয়ারি ভাঙ্গা এলাকার আলী আহমেদের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান রয়েছে। 

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তানজিনাকে অ্যান্টিভেনম দেওয়ার মাঝামাঝি অবস্থায় তার পরিবারের সদস্যরা সেটি না মেনে তাকে এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে কাজ না হয়ে আবার হাসপাতালে ফেরার পথে তাঁর মৃত্যু হয়। চিকিৎসক বলছেন, তানজিনাকে ছোবল দেওয়া সাপটি বিষধর ছিল। 

তানজিনার স্বামী আলী আহমেদ জানান, সকাল ৭টার দিকে নিজ বাড়ির বিছানাতেই শুয়েছিল তানজিনা। এ সময় তাঁর বাম পায়ে আঙুলে সাপের ছোবল টের পায়। উঠে খাটের নিচে তাকাতেই কালো রঙের একটি সাপকে চলে যেতে দেখে। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টার দিকে নিয়ে যাওয়া হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওষুধ দেওয়ার পর সেখান থেকে স্থানীয় এক কবিরাজের কাছে ‘পানপড়া’ খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে পানপড়া খাওয়ানোর পরও কোনো কাজ হয়নি। পরে সেখান থেকে তানজিনাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ফেরার পথে তানজিনার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটলে তাঁকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

আলি আহমেদ বলেন, ‘কি সাপে কেটেছে বলতে পারছি না। তবে সাপটি কালো রঙের ছিল। স্থানীয়রা এ ধরনের সাপকে কালি ফানকনামে ডাকে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাইফুল ইসলাম জানান, তানজিনাকে যখন নিয়ে আসে তখন তার শরীরে বিষক্রিয়ার বিভিন্ন উপসর্গও দেখা গেছে। তার চোখের পাতা বারবার পড়ে আসছিল এবং গলা শুকিয়ে আসছিল। চিকিৎসকেরা তাঁকে অ্যান্টিভেনম দেওয়ার মাঝামাঝি সময়ে তার পরিবারের লোকজন তাকে নিয়ে যায়। পরে আবার হাসপাতালে আনলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘সাপে কাটা রোগী তানজিনা আসার পর তাকে অ্যান্টিভেনমের ডোজ শুরু করা হয়েছিল। কিন্তু সেটি মাঝামাঝি পর্যায়ে থাকাকালীন তার পরিবারের লোকজন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে এবং নিয়ে যায়। পরে শুনেছি তাকে মৃত অবস্থায় আবার হাসপাতালে আনা হয়েছে।’ 

এই কর্মকর্তা বলেন, ‘সাপটি কী ধরনের সেটি তিনি নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে তানজিনাকে বিষধর সাপে কেটেছে।’ 

এ বিষয়ে জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এটা অত্যন্ত দুঃখজনক। সবাইকে ঝাড়ফুঁক ও কুসংস্কার থেকে বেড়িয়ে আসতে হবে। সাপে কাটলে সবাই হাসপাতালে রোগীকে নিয়ে আসতে হবে। আমাদের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে। তা ছাড়া সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে।’

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লায় হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে তৃণমূলের অবস্থান কর্মসূচি

কুমিল্লা–০৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (০৮...

Read more
পদোন্নতি পেলেন মানবিক ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অভিনন্দনের জোয়ার

দেলোয়ার হোসাইন আকাইদ // চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে কুমিল্লা অঞ্চলে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসা ডা....

Read more
কুমিল্লায় “বিজয়ের উল্লাসে, তারুণ্যর উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা

এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়- স্লোগানে তারুণ্য উৎসব উপলক্ষে কুমিল্লায় “বিজয়ের উল্লাসে,তারুণ্যর উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮...

Read more
মহানগর জামায়াত ও এনডিএফ এর ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাইকেল র‌্যালী, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরন, র‌্যালীসহ নানা আয়োজনে কুমিল্লায়...

Read more
চতুর্থবারের মতো রিক্রিয়েশন সাব কমিটির সদস্য মনোনীত হয়েছেন এড. তাপস

চতুর্থবারের মতো কুমিল্লা জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন সাব কমিটির সদস্য মনোনীত হয়েছেন কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র...

Read more
Scroll to Top