তৌহিদ হোসেন সরকার, কুমিল্লা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাদ মাগরিব থেকে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আজহারুল ইসলাম তানভির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার আব্দুল হাই, উপজেলা যুববিভাগের সভাপতি আবু সাঈদ সৈকত, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম তারেক, ৫নং ওয়ার্ড সভাপতি মো. ওমর ফারুক মজুমদার, মাওলানা ইয়াসিন মজুমদার ও মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “যারা পাথর মেরে মানুষ হত্যা করে, তাদের ভোট দেবেন না। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল—আমরা হবো উন্নয়নে চ্যাম্পিয়ন। লুটপাট, চাঁদাবাজি ও দখলমুক্ত বাংলাদেশ গড়বো। আমরা নিজেরা দুর্নীতি করবো না, কাউকেও করতে দেব না।”
এর আগে দিনব্যাপী সৈয়দপুর, জাঙ্গালিয়া, মনশাসন ও বেলতলি বাজার এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যাপক সাড়া মেলে।
বিকাল ৪টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া ওই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন। তিনি বলেন, “যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, যাদের মধ্যে দেশপ্রেম নেই—তাদের ভোট দেবেন না। কুমিল্লার হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলের অনেক ঘটনা ঘটেছে, কিন্তু জামায়াতের কোনো কর্মী এক ইঞ্চি জমিও দখল করেনি।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, ইউনিয়ন আমীর মাওলানা জাকির হোসেন ও সেক্রেটারি মাস্টার রুহুল আমীন।