দীর্ঘ ১৮ বছর পর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। সে জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
সংবাদ সম্মেলনে হাজী ইয়াছিন বলেন, ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় টুর্নামেন্টটি শুরু হবে। খেলাটি টি-টুয়েন্টি ফরম্যাটে হবে। এতে অংশগ্রহণ করবে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়া জেলার খেলোয়াররা। টুর্নামেন্টে স্থানীয় ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়ারাও অংশগ্রহণ করবে।বিনামূল্য কুমিল্লাবাসী এই খেলা দেখতে পারবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাজী ইয়াছিন আরো বলেন, গত ১৮ বছর জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি সেটা অনেক দূরের কথা, আমরা যারা বিএনপি করতাম তারা স্বৈরাচারি আওয়ামী সরকারের আমলে স্টেডিয়ামে প্রবেশ করতে পারিনি। তবে আমরা তাদের মত আচরণ করবো না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবিঃ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com