লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজারের অধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।ছওয়াব বাংলাদেশ এর উদ্যোগে ও সুরক্ষা হসপিটালের সার্বিক সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শনিবার সকাল থেকে দুপুর পযন্ত লাকসাম গাজীমুড়া কামিল মাদ্রাসায়, গোবিন্দপুর হাইস্কুল মাঠে ও আশ্রয় কেন্দ্রে গুলোতে প্রত্যেক পরিবারকে চাল ২৫ কেজি, আটা, চিড়া, সাবান, চিনি, লবণ, ডালসহ মোট ৪৮ কেজি মালামাল ও ২৯২২ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছওয়াবে বাংলাদেশ প্রোগ্রাম ম্যানাজার লোকমান হোসাইন, সুরক্ষা হসপিটালের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টো,গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন।
এসময় উপকারভোগীরা বলেন, বন্যার পর থেকে এই জাতীয় বড় ত্রাণ প্যাকেট তারা কোথাও থেকে পাননি। তারা এই ত্রাণ পেয়ে খুবই খুশি। একটি পরিবারের এক মাসের খাবার ব্যবস্থা করায় সওয়াব এবং এর সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান।
ছবিঃ ত্রান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সুরক্ষা হসপিটালের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টো।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com