কুমিল্লায় আরাফাত রহমান কোকো স্মুতি ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আয়োজিত খেলার উদ্ধোধক ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রিয় সভাপতি আলমগীর হোসেন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রাজিউর রহমান রাজিব, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, কুমিল্লা মহানগর শাখার সভাপতি মোঃ শাহাদাত হোসেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন ইমন এর পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলায় ২০টি দল অংশ নেয়। প্রায় ১৪ দিন পযন্ত ধরে এ খেলা চলমান থাকবে। পরে ফাইনাল খেলার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উৎবাতুল বারী আবু বলেন, নগরীর প্রতিটি পাড়া মহল্লায় খেলাধুলার আয়োজন করতে হবে। ফলে এলাকার যুব সমাজ মাদক থেকে দূরে সরে মাঠ মুখি হবে, খেলাধূলা ও লেখাপাড়ায় মনোযোগি হবে। খেলাধুলা শাররিক ও মানসিক বিকাশের অন্যতম একটি উপাদান।
খেলার উদ্ধোধক আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রিয় সভাপতি আলমগীর হোসেন বলেন, জিয়া পরিবারের সদস্য আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রিড়াপ্রেমী। জিয়া পরিবারটাকে ধ্বংস করার জন্য ফ্যাসিস হাসিনা সরকারের সর্বোচ্চ চেষ্টা ছিলো। তারই ধারাবাহিকতায় আরাফাত রহমান কোকো মারা যায়। তাকে আমরা চির অমর করে মানুষের মাঝে রাখতে এ সংসদ গঠন করা হয়েছে। নানা খেলাধূলার আয়োজনসহ আমরা মানুষের কল্যানে কাজ করছি।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com