শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাইকেল র্যালী, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরন, র্যালীসহ নানা আয়োজনে কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রদীপ সাহা, জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শেখ ফরিদ আহমেদ, সহ-সভাপতি রত্না সাহা জেলা কমিটির সাধারণ সম্পাদক কাকলি দত্ত, সাংগঠনিক সম্পাদক শিল্পী ভৌমিক, জেলা সদস্য হোসেন মাহমুদ, সুবর্ণা সাহা, হাসিনা আক্তার হাসি, ইকবাল হোসেন জুয়েল, বিউটি আক্তার, বিনা সাহা, সুচনা প্রমুখ।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে নগরীর কুমিল্লা টাউন হল মাঠের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধান।
পরে মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি নানা দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় ।