মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান বলেছেন, বিদ্রোহের দাবানল জ্বালিয়ে বঙ্গবন্ধু জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। জাতি মানচিত্র পেয়েছিলো। স্বাধীন দেশ, সাগর পর্বত পেয়েছিলো। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু কবি নজরুলকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন।
তিনি শুক্রবার বিকালে কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর কবি নজরুল মঞ্চে আয়োজিত দুইদিন ব্যাপী বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দুইদিন ব্যাপী বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্ধোধন করেন মুরাদনগর ৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর।
প্রধান অলোচক ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোঃ রুহুল আমিন। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সম্পাদক ড. রাধাকান্ত সরকার।
৬ নং পূর্ব বাঙ্গরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রাক্তন অতিরিক্ত সচিব, মো. মনজুরুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্কতা সিফাত উদ্দিন, আলী আকবর খানের নাতি বাবলু আলী খান, টিভি ও বেতারের উপস্থাপক আবু মোহাম্মদ রওশন জাহান, বাঙ্গরা বাজার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম, দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমীন ফাতেমাসহ অন্যরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ধরে রাখার জন্য এই সম্মেলন আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com