প্লান পাশের জটিলতা নিরসনে স্থাপত্য অধিদপ্তর করতে হবে-কুমিল্লায় রিহাব প্রেসিডেন্ট

কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মল 'নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী আবাসন মেলা শেষ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান, ভবন নির্মানে প্লান পাশের জটিলতা নিরসনে স্থাপত্য অধিদপ্তর করার দাবী জানিয়ে বলেন, ভবন নির্মাণ করতে গেলে প্লান পাশের অনেক জটিলতা রয়েছে। সুনির্দিষ্ট গাইডলাইন বা নিদিষ্ট কোন দপ্তর না থাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বা ব্যাক্তি উদ্যোগে ভবন নির্মান করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে একটি স্থাপত্য অধিদপ্তর করে বিষয়টি সহজ করতে হবে।
তিনি শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার পাদুয়ার বাজার কর্ণফুলী আবাসন মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি অরো বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডেভেলপারস ব্যবসায়ীদের রিহাবের সদস্য হতে হবে, এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। তা না হলে যত্রতত্রভাবে বিল্ডিং করতে আমাদের জবাব দিহিতা থাকবে না। রিহাবের সদস্যপদ নিয়ে ও সরকারি নিয়ম মেনে আমাদের ভবন বানাতে হবে।
কর্ণধুনী গ্রুপের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, গোল্ড সিলভার ডেভেলপার লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ, কুসিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সেক্রেটারী ইশতিয়ার রেজা আশিক আহমেদ শাহিন, আল আজহার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক এজিএস অধ্যাপক শহিদুল ইসলাম, জামেয়া আল আজহার মাদ্রাসা ট্রাষ্টের সহকারি সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, শ্রমিক নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আলী আহম্মেদ, আইয়ূব আলী ফরাজী, মোঃ বাবুল মিয়া, নিজাম উদ্দিনসহ বিভিন্ন পেশা শ্রেনীর নেতৃবৃন্দসহ সুশীল সমাজ ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের আয়োকজরা জানান, ব্যবসায়িক ও আবাসিক সমন্বয়ে ১৭ তলা বিশিষ্ট্য কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মল ‘নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পযন্ত। মেলা উপলক্ষে দোকান ও ফ্ল্যাট বুকিং দিলেই পাচ্ছেন ২ লাখ টাকা ছাড়।

ছবিঃ কুমিল্লার পাদুয়ার বাজার কর্ণফুলী আবাসন মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথির বক্তব্যে দেন রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান। পরে মেলার উদ্ধোধন করেন।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লায় উদীচী শিল্পীগোষ্ঠীর ইফতার

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। শনিবার (২২ মার্চ) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত...

Read more
রমজানকে ঘিরে তৎপরতা বাড়ানো হয়েছে-কুমিল্লায় বিএসটিআই মহাপরিচালক

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম আসন্ন রমজানকে ঘিরে খাদ্যর গুনগতমান ও নিরাপত্তার বিষয়ে...

Read more
কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

"কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা প্রগতি" এ স্লোগানে কুমিল্লায় নানা আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে...

Read more
কুমিল্লায় ওয়ালটনের ডাবল মিলিয়নিয়ার ক্যাম্পেইন

‘সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানে শুরু হওয়া ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর ডাবল মিলিয়নিয়ার প্রচারনা উপলক্ষে কুমিল্লায় বর্নাঢ্য র‌্যালী ও...

Read more
কান্দিরপাড়ে উইকেট চৌধুরী আর্কেডে ৪দিন ব্যাপী দোকান বিক্রয় উৎসব

নগরীর কান্দিরপাড়ে উইকেট চৌধুরী আর্কেড এ আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী দোকান বিক্রয় উৎসব। এ উৎসব উপলক্ষে...

Read more
Scroll to Top