
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান, ভবন নির্মানে প্লান পাশের জটিলতা নিরসনে স্থাপত্য অধিদপ্তর করার দাবী জানিয়ে বলেন, ভবন নির্মাণ করতে গেলে প্লান পাশের অনেক জটিলতা রয়েছে। সুনির্দিষ্ট গাইডলাইন বা নিদিষ্ট কোন দপ্তর না থাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বা ব্যাক্তি উদ্যোগে ভবন নির্মান করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে একটি স্থাপত্য অধিদপ্তর করে বিষয়টি সহজ করতে হবে।
তিনি শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার পাদুয়ার বাজার কর্ণফুলী আবাসন মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি অরো বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডেভেলপারস ব্যবসায়ীদের রিহাবের সদস্য হতে হবে, এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। তা না হলে যত্রতত্রভাবে বিল্ডিং করতে আমাদের জবাব দিহিতা থাকবে না। রিহাবের সদস্যপদ নিয়ে ও সরকারি নিয়ম মেনে আমাদের ভবন বানাতে হবে।
কর্ণধুনী গ্রুপের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, গোল্ড সিলভার ডেভেলপার লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ, কুসিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সেক্রেটারী ইশতিয়ার রেজা আশিক আহমেদ শাহিন, আল আজহার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক এজিএস অধ্যাপক শহিদুল ইসলাম, জামেয়া আল আজহার মাদ্রাসা ট্রাষ্টের সহকারি সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, শ্রমিক নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আলী আহম্মেদ, আইয়ূব আলী ফরাজী, মোঃ বাবুল মিয়া, নিজাম উদ্দিনসহ বিভিন্ন পেশা শ্রেনীর নেতৃবৃন্দসহ সুশীল সমাজ ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের আয়োকজরা জানান, ব্যবসায়িক ও আবাসিক সমন্বয়ে ১৭ তলা বিশিষ্ট্য কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মল ‘নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পযন্ত। মেলা উপলক্ষে দোকান ও ফ্ল্যাট বুকিং দিলেই পাচ্ছেন ২ লাখ টাকা ছাড়।
ছবিঃ কুমিল্লার পাদুয়ার বাজার কর্ণফুলী আবাসন মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথির বক্তব্যে দেন রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান। পরে মেলার উদ্ধোধন করেন।